‘মুস্তাফিজকে দেখে শেখো’
মুস্তাফিজের থেকে শিক্ষা নিতে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক অরুণ ভেনুগোপাল। ক্রিকইনফোতে লেখা একটি কলামে মুস্তাফিজকে ‘দ্য ফিজ’ অর্থাৎ ঝড়ো বাতাস হিসিবে আখ্যায়িত করেছেন তিনি।
ভেনুগোপাল লিখেছেন, ‘কলকাতার গরম পরিবেশে বাংলাদেশি বোলারদের বিপক্ষে ধুঁকতে দেখা যাচ্ছিল নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। ব্যতিক্রম ছিলেন একমাত্র অধিনায়ক কেন উইলিয়ামসন। উইকেটে ঘামে জবজবে উইলিয়ামসন ২৮ বলে ব্যক্তিগত ৩৮ রানে ব্যাট করছেন। দলীয় রান তখন ৫২। ইনিংসের নবম ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগেও এক ওভার বল করেন মুস্তাফিজ। ওই ওভারে দুইরান খরচ করে ব্ল্যাক ক্যাপস ওপেনার হেনরি নিকোলসের উইকেট তুলে নেন। এবার মুস্তাফিজের ওভারের তৃতীয় বল ইনসাইড আউট শটে লং অফে খেললেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ধারণা করছিলেন পরের বলে সোজা স্লো কাটার পাবেন। কিন্তু মুস্তাফিজ তার চেয়েও চতুর। ডেলিভারি দিলেন দ্রুত গতির কাটার। জায়গা বানিয়ে খেলতে যাওয়া উইলিয়ামসনের ব্যাট ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় বাংলাদেশি উইকেটরক্ষকের গ্লাভসে। পরের বলে ব্যাট হাতে ব্যতিক্রমী কিছু করার দরকার ছিলো উইলিয়ামসনের। পরিণতি, মুস্তাফিজের স্লো কাটার উপড়ে নিলো উইলিয়ামসনের অফস্টাম্প।’
ঠিক এমন অবস্থায়ই ছিলো অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যেকার ম্যাচে। কিন্তু ইনিংসের গুরুত্বপূর্ণ মূহুর্তে মুস্তাফিজের মতো কার্যকর হতে পারেননি ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ রিয়াজকে খেলেছেন খুব সহজভাবে।
আর তাতে ম্যাচ বের করে নেয় অজিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন