মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি!

গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আজ। এই ম্যাচে দুই দলেরই অবস্থান প্রায় সমানে সমানে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের ম্যাচ রিভিউতে। আজকের ম্যাচের বিশ্লেষণ বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজও বিশেষ গুরুত্ব পেয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের শক্তির বর্ণনায় মুস্তাফিজের ভবিষ্যত কেমন হতে পারে তা নিয়ে আগাম ধারণা দেওয়া হয়। সেখানে বলা হয়, এই দলে আর আছে মুস্তাফিজুর রহমান, আগামী কয়েক মৌসুমে নিলামের টেবলে যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে।
এ ছাড়া হায়দরাবাদের ভুবনেশ্বর ও স্রান সম্পর্কে বলা হয়, আগের ম্যাচে ভুবনেশ্বর কুমার আর বারিন্দর স্রান এত ভাল পারফর্ম করেছে যে, আজ চোট সারিয়ে ফেরা আশিস নেহরারও একাদশে জায়গা না পেলে অবাক হবার কিছু নেই।
অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার— দু’দলের ব্যাটিং বাহিনীর সেনাপতি। ওরা দু’জনেই যেন বাউন্ডারি হাঁকানোর জন্যই মাঠে নামে। আর তার বহিঃপ্রকাশ মাঝে মাঝে এতটাই উগ্র হয়ে ওঠে যে ডিপ ফিল্ডাররা প্রায়ই তেতে যায়। এমন বিশাল খিদে নিয়ে নামে এরা দু’জন, যে প্রায়ই তা ইনিংসের শেষ পর্যন্ত টিকিয়ে রাখে ওদের।
ব্যাট হাতে বিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে যারা, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যারা- মর্গ্যান, ব্র্যাভো ঠিক তেমন। দু’জনে ম্যাচ ঘুরিয়ে জিতে যেতে পারে যে কোনও সময়। অন্যদিকে শিখর ধাওয়ান বা সুরেশ রায়না—যে কেউই তাদের সেরা ফর্মে নেই। তারপরও তারা হিসেব থেকে ফেলে দেওয়ার নয়।
দুই দলেরই আছে দুর্দান্ত সব বোলার, বিধ্বংসী ওপেনার আর ক্ষিপ্র ফিল্ডার। দু’দলই বিপক্ষের টুঁটি টিপে ধরতে ওস্তাদ। আর সেই দু’দলই আজ গুজরাটের ঘরের মাঠে মুখোমুখি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন