‘মুস্তাফিজকে পাঠ করা খুব কঠিন’
নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৭০ রানে অলআউটের রেকর্ড গড়েছে টাইগাররা।
ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলাররা ছিলেন উজ্জ্বল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ ও পাকিস্তানের বিপক্ষে ১৮০ রান করা দলটিকে বাংলাদেশ আটকে দেয় মাত্র ১৪৫ রানে। সেটিও হয়েছে তুখোড় বোলার মুস্তাফিজুর রহমানের কারণে। মুস্তাফিজ ক্যারিয়ার সেরা ২২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড শিবিরকে একাই ধসিয়ে দিয়েছেন।
দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেন,‘আমাদের জন্যে কঠিন একটি ম্যাচের অভিজ্ঞতা হল। তবে এখান থেকেও আমরা ইতিবাচক কিছু নিতে পারি। যেমন মুস্তাফিজ আজ পাঁচ উইকেট নিল। তাকে পাঠ করা খুব কঠিন। আমাদের ব্যাটসম্যানরাও নেটে তার বিপক্ষে লড়াই করে। আশা করছি সে আরও দশ বছর এ ধরণের সার্ভিস দিবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন