মুস্তাফিজকে পানির দামে দলে নিয়েছে হায়দারাবাদ, কেন এই অবিচার?
সেই আগের জার্সিটাতেই থেকে গেলেন মোস্তাফিজ। তবে তাকে পানির দামে দলে নিয়েছে তার পুরণো দল। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই চমকে দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
হায়দরাবাদ সানরাইজার্সের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্দান্ত বোলিংয়ে প্রথম বিদেশি হিসেবে ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ‘ফিজ’।
এমন সোনার ‘ডিম পাড়া হাঁস’কে কেন ছাড়বে হায়দরাবাদ? ছাড়েওনি।
এবারও মোস্তাফিজকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অর্থাৎ ২০১৭ আইপিএলের নিলামে যাওয়া হচ্ছে না বাংলাদেশি পেসারের। প্রশ্ন হলো, নিলামে গেলেই কি মোস্তাফিজ বেশি লাভবান হতেন?
গতবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে মোস্তাফিজকে নেয় হায়দরাবাদ। আগে কখনো আইপিএলে খেলেনি, আন্তর্জাতিক ক্রিকেটেও অভিজ্ঞতা এক বছরের মতো এমন খেলোয়াড়ের দাম হিসেবে ১ কোটি ৪০ লাখ রুপি কম ছিল না। কিন্তু গতবার মোস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন, হায়দরাবাদ ‘পানির দরে’ হিরে কিনেছে। কেন এই অবিচার? এবার তারা কিন্তু বাঁহাতি পেসারকে নিলামেই ওঠাননি।
হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। এবার আইপিএলে খেলে মোস্তাফিজ কত টাকা পাবেন সেটা পরের হিসাব। গতবারের পারফর্মের দিকে তাকিয়ে এবারে নিলামে তুললে তার দাম ৮ লাখের কাছাকাছিই হত। আইপিএলের অতীত বলছে, এক আসরে দুর্দান্ত করলে পরের বার তাঁর দাম আকাশছোঁয়াও হয়ে যেতে পারে।
গতবার ক্রিস মরিসকে যেমন দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল ৭ কোটি রুপিতে! যা ৮ কোটি টাকারও বেশী। তাহলে মোস্তাফিজের দাম তো তারও বেশী হবার কথা। কিন্তু মুস্তাফিজকে এবার নিলামে না তুলে নিজ দলেই রেখে দিয়েছে হায়দারাবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন