মুস্তাফিজকে ভোট দেবেন যেভাবে

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় বিভিন্ন ক্যাটাগোরিতে মনোনয়োন পেয়েছেন মুস্তাফিজসহ বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার। ওয়ানডের বর্ষসেরা বোলারের তালিকায় আছেন কাটার মুস্তাফিজ খ্যাত তরুণ উদীয়মান বোলার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় আছেন বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে টানা দুটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে টেস্ট ব্যাটিংয়ে স্থান করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে গেল বছর ডবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল। আর বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন অসাধারণভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা।
দর্শক ও বিচারকদের ভোটে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, বর্ষসেরা অধিনায়ক, বর্ষসেরা টেস্ট বোলার ও ব্যাটসম্যান, বর্ষসেরা ওয়ানডে বোলার ও ব্যাটসম্যান এবং বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার ও ব্যাটসম্যান নির্বাচন করা হবে। তবে সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন। যেখানে রয়েছেন বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমান। বাকি বিভাগগুলোর মনোনয়ন তালিকা থেকে বিজয়ী নির্ধারণ করবেন বিচারকরা। মুস্তাফিজকে ভোট দিতে নিচের লিঙ্কে ক্লিক করুন। http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html
ক্লিক করলে একটি পেইজ আসবে। সেই পেইজের সামান্য নিচে ডান পাশে মুস্তাফিজের ছবি দেখতে পাবেন। ছবিতে ক্লিক করার পর নিচে গিয়ে আপনার নাম ও ই-মেইল ঠিকানা লিখে ভোটে ক্লিক করলেই মুস্তাফিজকে ভোট দেওয়া হয়ে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন