মুস্তাফিজকে ভয় পাচ্ছে না জিম্বাবুয়ে

ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট শিকার করে সবাইকে চমকে দিয়েছিলেন বাংলাদেশে তরূণ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচেই আবারো ৬ উইকেট নিয়ে পর পর দুই ওয়ানডেতে ভারতকে পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিয়ে সিরিজই জিতিয়ে দেন বাংলাদেশকে, দুই ম্যাচেই হন ম্যাচ অফ দ্যা ম্যাচ।
এর পরের সিরিজে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদেরও দারুণ সমস্যায় ফেলেন তিনি। দুই সিরিজেই বাঘা বাঘা সব ব্যাটসম্যানের কাছে দুর্বোধ্য হয়ে ধরা দেয় তার ‘স্লোয়ার’ আর ‘কাটার’। এবার প্রথমবারের মতো তার মুখোমুখি হবে জিম্বাবুয়ে দল। দুর্বোধ্য মুস্তাফিজকে সামলাতে কি বাড়তি কোন পরিকল্পনা করছে জিম্বাবুয়ে?
এমন প্রশ্নের জবাবে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগাম্বুরা বললেন, ‘হ্যাঁ, সে অবশ্যই খুব ভাল বোলার। তবে আসল ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স। হতে পারে কাল সে সংগ্রাম করবে। আমরা খালি নিশ্চিত করতে চাই যে আমরা যেন আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি। বোলার হিসেবে আমরা তাকে খাটো করে দেখছি না। আমাদের শুধু পরিকল্পনাগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়ন করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন