মুস্তাফিজকে সামনে পেলে জড়িয়ে ধরবেন মোশাররফ করিম

মুস্তাফিজুর রহমানের কাটারের জাদুতে নিমেষেই কুপোকাত হয়ে যান ক্রিজে থাকা ব্যাটসম্যানরা। অল্প সময়ে দুনিয়াজোড়া অগণিত ভক্ত তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেটের এ তারকা। এবার তেমন এক ভক্তের কথা জানা যাক।
মুস্তাফিজুর রহমানের অগণিত ভক্তের মধ্যে আরও এক ভক্ত হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অবশ্য মোশাররফ করিমের ভক্তের সংখ্যাও কম নয়। রাস্তায় বের হলেই সেটা বোঝা যায়।
মুস্তাফিজকে নিয়ে মোশাররফ করিম বললেন, ‘আমি চেষ্টা করি সব সময় তাঁর খেলা দেখতে। কিন্তু শুটিংয়ের কারণে হয়তো সম্ভব হয় না। কী দুর্দান্ত বোলিং! কত বাঘা বাঘা ব্যাটসম্যান তাঁর সামনে নাই হয়ে যায়। কী যে ভালো লাগে তাঁর কাটারের জাদু, তা বলে বোঝাতে পারব না। আফসোস, মুস্তাফিজের সঙ্গে আমার দেখা হয়নি। একবার দেখা হলে ওকে বুকে জড়িয়ে ধরব।’
মোশাররফ করিম জানালেন, অনেক ক্রিকেটারের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। মাশরাফি, মুশফিক থেকে শুরু করে সবার খোঁজখবরই নেওয়া হয়। বললেন, তাঁরা আমাদের আন্তর্জাতিক তারকা। তাঁদের প্রতি আলাদা সম্মান ও ভালোবাসা সব সময় আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন