মুস্তাফিজদের হায়দরাবাদের জন্য দুঃসংবাদ

ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। এমন সময় দুঃসংবাদ শুনতে হল শিরোপা প্রত্যাশী দলটিকে।
তাদের দলের সিনিয়র বোলার আশিষ নেহরা ১৫ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন। আজ জানা যায় তার ইনজুরি গুরুতর। গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে ভূগছেন ভারতের এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ্য হয়ে মাঠে ফিরতে ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে।
ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি চলতি আইপিএলে আর খেলতে পারবেন না। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার আইপিএল খেলা শেষ হয়ে গেল। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ, ‘আশিষ নেহরা বর্তমানে একজন অথোপেডিক সার্জনের তত্ত্বাবধানে রয়েছেন। লম্বা সময় ধরে তাকে চিকিৎসা নিতে হবে। যাতে ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে তার কোনো সমস্যা না হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে আইপিএলের নবম আসরে হায়দরাবাদের হয়ে তিনি আর কোনো ম্যাচ খেলতে পারবেন না।’
নেহরার ইনজুরিতে পড়াটা হায়দরাবাদের জন্য এক প্রকার বড় ধাক্কা। নেহরা তরুণ বোলারদের সঙ্গে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। বেশ কার্যকরী বোলিংও করছিলেন তিনি। কিন্তু হঠাৎ ইনজুরিতে পড়ায় তার অভাব পূরণ করতে সমস্যায় পড়তে হতে পারে হায়দরাবাদকে।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ ম্যাচের ৮টিতে মাঠে নেমেছিলেন নেহরা। ৭.৬৫ ইকোনোমি রেটে বল করেছেন। নিয়েছেন ৯ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ১৫ রানে ৩ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন