মুস্তাফিজের অপেক্ষায় মোহামেডানও
কেবল সাসেক্স নয়, মুস্তাফিজের অপেক্ষায় মোহামেডেনও।ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার ড্রাফটে মুস্তাফিজকে দলে নেয় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আইপিএলে ব্যস্ত থাকায় ঢাকা লিগের প্রথম প্রথম থেকে মুস্তাফিজকে পাওয়ার কথা ছিল না।গুরুত্বপূর্ণ সুপার সিক্সে পাওয়া যাবে- এই আশাতেই মুস্তাফিজকে দলে নিয়েছিল মোহামেডান। সুপার সিক্স পর্ব শুরু হতে ক’য়েক দিন বাকি। মুস্তাফিজ দেশেও ফিরেছেন। কিন্তু সুপার সিক্সে মুস্তাফিজকে পাওয়া যাবে কীনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
মুস্তাফিজের শারীরিক অবস্থা ও তাঁর নিজের ইচ্ছা অনচ্ছিার উপর নির্ভর করছে সবকিছু। ফিট থাকা সাপেক্ষে সাসেক্সে খেলার অনুমতি দিতে রাজি আছে বিসিবি। আর সেটা হলে মুস্তাফিজকে ক’টা ম্যাচে পেতেই পারে মোহামেডান।
এ প্রসঙ্গে মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক সারোয়ার হোসেন ঢাকা টাইমসকে বলেন,‘ মুস্তাফিজ আমাদের খেলোয়াড়। আমরা অবশ্যই তাকে পেতে চাই। সুপার সিক্সের আগে আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। এ ম্যাচে তাকে পাওয়া যাবে না। আমরা যদি সুপার সিক্সে উঠতে পারি তাহলে অবশ্যই মুস্তাফিজকে পেতে চাইব। তবে সব কিছু নির্ভর করছে তাঁর শারীরিক ফিটনেস ও মানুসিক অবস্থার উপর।’
আইপিএল থেকে ফিরে বর্তমানে বিশ্রামে রয়েছেন কাটার বয়। ফিটনেস সার্টিফিকেট ও বিসিবির অনুমিত পেলে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলতে যাওয়ার কথা তাঁর। তবে তার আগে মোহামেডানের হয়ে ক’য়েকটি ম্যাচ খেলতে পারেন কৃতি ফাস্ট বোলার।
সারোয়ার হোসেন জানান, মুস্তাফিজ সুপার সিক্সে মোহামেডানে খেলার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছেন। তিনি বলেন,‘ তাঁর সঙ্গে আমাদের কথা হয়েছে। মুস্তাফিজ ইতিবাচক। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। আশা করি দুই একদিনের মধ্যেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে। আমরা তাকে অবশ্যই পেতে চাই। কিন্তু সবার উপরে তাঁর স্বাস্থ্য। তাঁর মানসিক অবস্থাও এখানে গুরুত্বপূর্ণ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন