মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজের অপেক্ষায় সাসেক্স

অনেক আশা নিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল সাসেক্স। কিন্তু ইংল্যান্ডের দলটির আশার গুড়ে বালি পড়ার দশা! আইপিএল খেলে দেশে ফেরার পর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজ। কবে শতভাগ ফিটনেস ফিরে পাবেন, তা এখনো নিশ্চিত নয়। সাসেক্সের কোচ মার্ক ডেভিস অবশ্য জানিয়েছেন, বাংলাদেশের কাটার-মাস্টারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে তাঁরা রাজি।

তা না করে অবশ্য উপায়ও নেই। সাসেক্সের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইজা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে চলে যাচ্ছেন। পেসার ক্রিস জর্ডানও চলে গেছেন ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পালন করতে। সাসেক্স তাই ভীষণ অস্বস্তিতে এখন।

শেষ ভরসা হিসেবে ছিলেন মুস্তাফিজ। কিন্তু ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে আইপিএল থেকে ফেরা ‘ফিজ’ কবে সেরে উঠবেন, তার নিশ্চয়তা নেই। মার্ক ডেভিসের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। সাসেক্সের স্থানীয় পত্রিকা দ্য আর্গাসকে তিনি বলেছেন, ‘মুস্তাফিজ সম্ভবত টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার এখন। তাই তাঁকে না পাওয়া হতাশাজনক হবে আমাদের জন্য।’

মুস্তাফিজ কবে নাগাদ সেরে উঠবেন, তা নিয়ে বিভ্রান্তিও দেখা দিয়েছে। গত ৯ জুন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছিলেন, পুরো সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে কাটার-মাস্টারের। তবে গত সপ্তাহে বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন জানিয়েছেন, সময়টা এক মাসও হতে পারে।

গত মাসে সাসেক্স জানিয়েছিল, মুস্তাফিজের জন্য তারা ১০ জুন পর্যন্ত অপেক্ষা করতেও রাজি। সেই সময়সীমা পেরিয়ে এসেছে এরই মধ্যে। তবু আশা ছাড়ছে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।

মুস্তাফিজের ব্যাপারে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছেন মার্ক ডেভিস। তেমন আশার বাণী না শুনলেও সাসেক্সের প্রধান কোচ হাল ছাড়তে রাজি নন, ‘আমি বাংলাদেশের প্রধান কোচের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে তাঁকে (মুস্তাফিজকে) দুই সপ্তাহ পর পরীক্ষা করা হবে। আর সেই সময়টা এখন। ওদের কোচের (হাথুরুসিংহে) কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা পাচ্ছি আমি। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে ফিজিও আর ট্রেনারের মতামতও জানতে পারছি। আমি নিশ্চিত, মুস্তাফিজের ব্যাপারে আমরা তাদের রাজি করাতে পারব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি