রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মুস্তাফিজের অভাব পূরণ সম্ভব নয়’

বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে তিনি যে কতটা ভয়ংকর তা বার বার প্রমাণ করেছেন।

ঘরের মাঠে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে তার ভূমিকা ছিল অসাধারণ। ভারতের প্রিমিয়ার লিগ-বিপিএলে তার অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ।

এরপরই তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। আর সেখানে খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। তার কাঁধে অস্ত্রপচারও করা হয়েছে। ঘরের মাঠে অক্টোবরে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজ খেলতে পারবেন না তিনি।

সিরিজে মুস্তাফিজ হতে পারতেন বাংলাদেশের তুরুপের তাস। বল হাতে কাটার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হতে পারতেন আতংক। কিন্তু ইনজুরিতে থাকায় সেই সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ।

সিরিজে মুস্তাফিজ না থাকায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে কিছুটা শংকা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছিলেন, মুস্তাফিজ আমাদের বোলিংয়ের শক্তি। কিন্তু সিরিজে ওকে আমরা পাচ্ছি না। তাসকিনের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিক থেকে আমরা পিছিয়ে আছি।

এবার মুস্তাফিজ সিরিজে না থাকায় বাংলাদেশ যে বোলিংয়ে পিছিয়ে থাকবে সে কথা স্বীকার করলেন আরেক পেসার আল-আমিন। মুস্তাফিজের অভাব পূরণ করা সম্ভব নয় বলে জানালেন এ ডান-হাতি বোলার।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন শেষে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুস্তাফিজের অভাব আমাদের পক্ষে পূরণ সম্ভব নয়।’

মুস্তাফিজ ইনজুরিতে রয়েছেন। আর তাসকিন রয়েছেন নিষেধাজ্ঞায়। সিরিজে তাসকিন থাকবেন কি না তা জানা যাবে আরও পরে। তাই আপাতত বাংলাদেশের সম্ভাব্য পেস বোলারদের তালিকায় রাখা হয়েছে দলপতি মাশরাফি, রুবেল হোসেন এবং আল-আমিনকে।

আল-আমিন বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে যে ভেরিয়েশন রয়েছে তা আমাদের নেই। তাই ওর অভাব পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

বিগত ম্যাচগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিগত কিছুদিন হলো আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইংল্যান্ডের বিপক্ষেও ভালো কিছু করা সম্ভব।’

এখন বোলাররাও ব্যাটিংয়ের অনুশীলন করছেন বলে জানালেন আল-আমিন। আজ বৃষ্টির কারণে অনুশীলন করা সম্ভব হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির