মুস্তাফিজের অসাধারণ এক ওভার
মুস্তাফিজকে সাধারণত একটু দেরিতেই বল করতে আনেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজও তাই করলেন। ৬ষ্ঠ ওভারে যথন মুস্তাফিজ বল করতে এলেন, তখন পুরো গ্যালারি গলা ফাটালেন মুস্তাফিজ মুস্তাফিজ বলে।
মুস্তাফিজের কাছে যে তাদের অনেক চাওয়া। প্রথম ওভারে সেই চাওয়া পূরণও করলেন কাটার বয়। টি-২০ ফরমেটে মেডেন ওভার তেমন একটা হয়না। কিন্তু মুস্তাফিজ বলে তো কথা। কিংস ইলেভেন পাঞ্চাবের বিপক্ষে প্রথম ওভার বল করে কোন রানই দিলেন না তিনি। একটা রান আউটও হলো এই ওভারে।
মুস্তাফিজকে খেলা মোটেও সহজ নয়। এক ওভারের মধ্যে অন্তত গোটা তিনেক মারাত্মক বল থাকবেই। তবে এদিন প্রথম ওভারের ৬টি বলই দুর্দান্ত করলেন কাটার বয়।
প্রথম দুটি বল ছিল অফ কাটার। ব্যাট চালানোরই উপায় ছিল না। তৃতীয় বলটাও ছিল অসাধারণ। আর চতুর্থ বলটা ছিল ভয়ঙ্কর ইয়র্কার। পঞ্চম বলটা মিডল ষ্ট্যাম্প বরাবর যাচ্ছিলো। কোনমতো ঠেকিয়ে এক রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ব্যাটসম্যান ভোরা।
ওভারের শেষ ডেভিভারিটা ছিল শট। বলটা লেগ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে চলে যায়। মারার চেষ্টা করেও সুবিধে করতে পারেননি মিলার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন