মুস্তাফিজের কাটারের সঙ্গে রুবেলের বাটারফ্লাই যুক্ত হলে কি হবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের?
বিশ্বের বিধ্বংসী ব্যাটসম্যানরা এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কাটারই সামলাতে ব্যর্থ হচ্ছেন। এর সঙ্গে যদি যুক্ত হয় রুবেল হোসেনের বাটারফ্লাই এবং তা যদি কার্যকর হয় তবে কি অবস্থা হবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের একটু ভাবুন তো।
ইনজুরির কারণেই জাতীয় দলের বাইরে ছিলেন বাংলাদেশের গতি তারকা রুবেল হোসেন। এখন তিনি পুরো ফিট। নিজেকে প্রমাণ করতে কঠোর অনুশীলন করছেনও এখন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন রুবেল। এরপর আর মাঠে নামা হয়নি।
ঘরের মাঠে এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয়েছে রুবেলকে।
আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। লিগে প্রাইম ব্যাংকের হয়ে গতির ঝড় তুলবেন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে চমক দেখানো এ টাইগার বোলার। বোলিংয়ে ভিন্নতা আনতে নতুন অস্ত্র যোগ করেছেন রুবেল হোসেন। সেই অস্ত্রের নাম ‘বাটারফ্লাই’ ডেলিভারি। ডিপিএলের অনুশীলনের ফাঁকে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
রুবেল হোসেন বলেন, বাটারফ্লাই’ হলো এক ধরনের স্লোয়ার ডেলিভারি। অনেক সিনিয়র ক্রিকেটাররা প্রশংসা করেছেন এ নতুন স্লোয়ার ডেলিভারির। এই নতুন অস্ত্রকে কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন তারা।
বাটারফ্লাই সম্পর্কে তিনি বলেন, এ ডেলিভারি দেয়ার সময় আঙুলের ওপরের অংশ দিয়ে বল ধরতে হবে। এরপর একই অ্যাকশনে স্লোয়ার ডেলিভারি দিতে হবে।
অনেকদিন ক্রিকেটের বাইরে থাকার ব্যাপারে রুবেল বলেন, এখন আমার প্রধান লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। আমাকে প্রত্যেক ম্যাচে ভালো করতে হবে। চেষ্টা করব লিগের সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন