মুস্তাফিজের কাটারে প্যাভিলিয়নে কুশল মেন্ডিস

ইনজুরি থেকে ফিরে এক বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। খুঁজে পাচ্ছিলেন না নিজের ছন্দ। নেই উইকেট উৎসব। তার বল খুব সহজেই সীমানাছাড়া করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম ওয়ানডেতে ৩টি, দ্বিতীয় ওয়ানডেতে ১টির পর আজ শেষ ওয়ানডেতেও মার খাচ্ছিলেন প্রচুর। অবশেষে ফর্মে ফেরার চেষ্টায় আরও একবার সফল হলেন মুস্তাফিজ। দুর্দান্ত অফ কাটারে বাংলাদেশের গলায় কাঁটা হয়ে থাকা হাফ সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে ৫৪ রানে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করলেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের রান ৩৭.৫ ওভারে ৫ উইকেটে ১৯৬।
সিরিজের শেষ ম্যাচে আজ টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচের মতো শুরুতে সাফল্য এনে দিতে পারেননি অধিনায়ক মাশরাফি। আজ নতুন বলে ম্যাশের সঙ্গে বোলিং ওপেন করেও আগের মতোই নখদন্তহীন মুস্তাফিজ। এই সুযোগ ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং দানুশকা গুনাথিলাকা। ওপেনিং জুটিতে এসেছে ৭৬ রান। এরপরই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৩৮ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৩৪ রান করে মাহমুদ উল্লাহ রিয়াদের তালুবন্দি হলেন দানুশকা গুনাথিলাকা।
এরপর কম সময়ের ব্যবধানে অসাধারণ এক ডেলিভারিতে বিপজ্জনক উপুল থারাঙ্গাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। এর আগে কয়েকটি শর্ট বল করে ব্যাক ফুটে নিয়ে যান বাঁহাতি ব্যাটসম্যানকে। এরপর দারুণ গতির একটি ফুল লেংথ বলে উড়ে যায় থারাঙ্গার স্টাম্প। এরপর সাকিব আল হাসানের বলে তাসকিন থ্রো আর মুশফিকের দ্রুতগতির আঘাতে রান আউট হয়ে যান ৩৫ বলে ২১ রান করা চান্দিমাল। ২৫ রানের ব্যবধানে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার বদলি ফিল্ডার শুভাগত হোমের থ্রোতে ঝড়ের গতিতে স্টাম্পে বল লাগান মুশফিক। ফিরে যান ১৬ বলে ১২ রান করা শ্রীবর্ধনা। এরপর ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ৫৪ রানেই মুস্তাফিজের অফ কাটারে মুশফিকের হাতে ধরা পড়ে থামতে হয় তাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন