মুস্তাফিজের জন্য টিভির সামনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৩ ঘন্টা
‘‘মুস্তাফিজ!!! তিন ঘণ্টা বসে আছি টিভির সামনে, ওর ২৪টা বল দেখার জন্যে।’’ মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ আর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শনিবার রাতের খেলা চলাকালে নিজের ফেইসবুক টাইমলাইনে এমন স্ট্যাটাস লিখে কাটারবয় খ্যাত মুস্তাফিজ ভক্তির জানান দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (৩০ এপ্রিল, ২০১৬) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পরে রাত সাড়ে ৯টায় এ ম্যাচ শুরু হয়।
টানা দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশি ক্রিকেট বিষ্ময় মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
রাত বারো বাজার কয়েক মিনিট আগে যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেইসবুক স্ট্যাটাসটি দেন তখন তার মতো লাখো বাংলাদেশি কিক্রেট ভক্ত মুস্তাফিজের বোলিং নৈপুণ্য দেখার জন্য টিভি সেটের সামনে বসে ছিলেন।
শাহরিয়ার আলমের ফেইসবুক স্ট্যাটাসের প্রায় আধা ঘণ্টার মধ্যেই বল হাতে তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৪ ওভার তথা ২৪ বল করে ৩২ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলার ফলাফল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫ রানে বিজয়ী।
রাত দেড়টার দিকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে দেওয়া শাহরিয়ার আলমের এই স্ট্যাটাসটিতে লাইক পড়েছে প্রায় ১২ হাজার। আর কমেন্টস পড়েছে প্রায় দুইশ’ জন। তার এ স্ট্যাটাস শেয়ারও করেছেন অনেকে।
ক্রিকেট বিশ্বের বিষ্ময়কর বালক বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ইতোমধ্যেই বিশ্বসেরা বোলার হিসেবে কাটার মাস্টারের উপাধি পেয়েছেন। আইপিএলের আগের ম্যাচে নিজের বোলিং যাদু দেখিয়ে ক্রিকেট বিশ্বকেই মায়াবী যাদুতে আটকে ফেলেছেন। তার বোলিং যাদুতে আইপিএলে দর্শকদের নতুন মাত্রা যোগ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন