মুস্তাফিজের জন্য ব্যক্তিগত দোভাষী!
বল হাতে পারফর্ম করতে কোনো সমস্যা হচ্ছে না। নতুন সতীর্থদের সঙ্গে মানিয়েও নিয়েছেন ভালোমতো। প্রথমবার আইপিএলে খেলতে গিয়ে শুধু একটাই সমস্যা হচ্ছে মুস্তাফিজুর রহমানের। সমস্যাটা ভাষাগত। মুস্তাফিজের এই সমস্যা নিয়ে সানরাইজার্স হায়দরাবাদও চিন্তিত। তাই বাংলাদেশের কাটার-মাস্টারের জন্য একজন ব্যক্তিগত দোভাষী নিযুক্ত করেছে দলটি।
সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মুস্তাফিজ এখন বিশ্বের অন্যতম আলোচিত ক্রিকেটার। মাত্র এক বছর আগে যাঁকে তেমন কেউ চিনত না, তিনিই আজ বড় বড় ব্যাটসম্যানের মাথাব্যথার কারণ। এবারের আইপিএলে হায়দরাবাদের প্রথম ম্যাচে বিরাট কোহলিকেও অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি।
তবে বল হাতে আগুন ঝরালেও মুখ খুলতেই যত সমস্যা মুস্তাফিজের। ইংরেজি বা হিন্দি কোনো ভাষাতেই তিনি তেমন সরগড় নন। সানরাইজার্সের ম্যানেজারও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের কাছে। তাই মুস্তাফিজের জন্য এমন বিশেষ ব্যবস্থা। খবরটা নিশ্চিত করে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘মুস্তাফিজের সঙ্গে ভালো যোগাযোগের লক্ষ্যে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ তার জন্য একজন বাঙালি মুসলিম ছেলেকে দোভাষী হিসেবে নিয়োগ দিয়েছে।’
ভাষাগত সমস্যা থাকলেও আইপিএলে বোলার মুস্তাফিজ কিন্তু স্বমহিমায় উজ্জ্বল। তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনিই এখন হায়দরাবাদের সেরা বোলার। ইকোনমি রেট, অর্থাৎ ওভারপ্রতি রান দেওয়ার ক্ষেত্রেও দারুণ মিতব্যয়ী এই বাঁহাতি পেসার। দলের মধ্যে মুস্তাফিজের ইকোনমি রেটই (৭.২৫) সবচেয়ে ভালো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন