মুস্তাফিজের দুই সপ্তাহের পুনর্বাসন শুরু
ছুটি শেষ হয়েছে। মুস্তাফিজুর রহমান আবার ফিরেছেন ঢাকায়। কিন্তু মাঠে ফিরতে পারছেন না এখনই। শুরু হয়েছে তার পূনর্বাসন প্রক্রিয়া। ইনজুরিতে ভুগছেন এই বাঁ হাতি ফাস্টবোলার। তাই ইংলিশ কাউন্টি সাসেক্সে মুস্তাফিজ খেলতে পারবেন কি না সেই সিদ্ধান্ত আসতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। তার ডান হ্যামস্ট্রিং ও গোড়ালিতে চোট আছে। আইপিএল থেকে এই দুই ইনজুরি নিয়ে ফিরেছেন মুস্তাফিজ।
গত মার্চে সাসেক্স তাদের দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজের নাম ঘোষণা করে। আইপিএল শেষ করে মুস্তাফিজের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল। সেখানে খেলার কথা ছিল ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে। কিন্তু মুস্তাফিজ আইপিএলে ১৬ ম্যাচ খেলে একটু বিশ্রামের জন্য হাঁপিয়ে উঠেছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিযন করতে তার বড় ভূমিকা। প্রথমবার খেলতে গিয়েই আইপিএলের এমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। ইনজুরির কারণে মাত্র একটি ম্যাচ মিস করেছিলেন।
বৃহস্পতিবার আসলে শুরু হলো মুস্তাফিজের পুনর্বাসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওথেরাপিস্ট বায়জিদুল ইসলাম জানিয়েছেন, প্রথম সপ্তাহে তারা মুস্তাফিজের ফিটনেসের ওপর জোর দিচ্ছেন। ক্রিকেট নিয়ে কাজ হবে না। জানা গেছে, আটদিন পর খতিয়ে দেখা হবে মুস্তাফিজের অবস্থা। যদিও দুই সপ্তাহ চলবে এই কার্যক্রম।
“উন্নতি দেখলে আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। প্রথম সপ্তাহে তার মাঠে নামার কোনো সম্ভাবনা আমি দেখি না। তার হ্যামস্ট্রিং ও গোড়ালির ইনজুরি নিয়ে কাজ করছি আমরা। কাঁধের ইনজুরি ও সাইড স্ট্রেন থেকে সেরে উঠেছে সে-” জানিয়েছেন বায়জিদুল। তিনি ও বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখেছেন। আগে মুস্তাফিজের ওজন নিয়ে সামান্য উদ্বেগ ছিল। কিন্তু তারা খুশি যে এখন সব ঠিক আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন