মুস্তাফিজের পক্ষে ডিজিটাল ব্যালট বিপ্লব!
ক্রিকেটপ্রেমীরা সমানে ভোট দিলেন তাকে। মুস্তাফিজ পেলেন ৮৩.২ শতাংশ। দ্বিতীয় স্থান পাওয়া খেলোয়াড় পেয়েছে মাত্র ৬.৫ শতাংশ! এ যেন ডিজিটাল ব্যালট বিপ্লব!
পুরস্কারটার আয়োজক আইপিএল কর্তৃপক্ষ। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আইপিএলে প্রথমবার খেলছেন এমন ক্রিকেটারদের একটা তালিকা দেওয়া হয়। পাঠকদের বেছে নিতে বলা হয় সেরা খেলোয়াড়টিকে। হ্যাঁ, মানিক চিনে নিতে মোটেও ভুল হয়নি তাদের।
পাঠকের ভোটে আইপিএলে সেরা নবাগত ক্রিকেটার আর কেউ নন, সানরাইজার্স হায়দ্রাবাদের বাংলাদেশের বোলিং প্রতিভা মুস্তাফিজুর রহমান। ভোট যুদ্ধে তার ধারে কাছেও কেউ ছিলেন না।
কাটার বয়কে সেরা হিসেবে বেছে নিয়েছেন ৮৩.২ শতাংশ ভোটার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যোজন যোজন দূরে। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট। আর তিন নম্বরে জায়গা হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডিয়া পেয়েছেন মাত্র ৩.৭ শতাংশ।
শক্তিশালী বেঙ্গালুরুকে রবিবার ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুস্তাফিজের দল। হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অসামান্য অবদান রাখেন বাংলাদেশের কাটার বয়। প্রথম ম্যাচে ২৬ রানে ২ উেইকেট নিয়ে শুরু করেছিলেন, শেষ ম্যাচেও কৌশলি বোলিং করেছেন তিনি।
পুরো টুর্নামেন্টে ওভার প্রতি রান দিয়েছেন ৬.৯০, যার কমপক্ষে ২০ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভাল ইকোনোমি রেট। ১৬ ম্যাচ খেলে মুস্তাফিজ উইকেট নেন ১৭।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন