মুস্তাফিজের প্রশংসায় এবার আইসিসিও

গত বছরের এপ্রিলে তার আবির্ভাব পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচ দিয়ে। পরে ভারতের বিরুদ্ধে অভিষেক ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রাজসিক সূচনা। এরপর সময় যতই গড়িয়েছে, তারকা খ্যাতি গায়ে সেটেছে দ্রুতগতিতে। বর্তমান ক্রিকেট বিশ্বে মুস্তাফিজুর রহমান এখন বিস্ময়কর এক পেসার। যারা দুরুহ কাটারে হরহামেশাই বিভ্রান্ত হন নামকরা সব ব্যাটসম্যানই। যা দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতি ম্যাচেই মুস্তাফিজ দেখাচ্ছেন তার কেরামতি।
এই যখন অবস্থা। তখন মুস্তাফিজকে নিয়ে আন্তর্জাতিক গনমাধ্যমও বেশ সচকিত। বাংলাদেশের এই পেসারের প্রশংসা করছে তারা প্রাণখুলে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসিও তার ব্যতিক্রম নয়। মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্সের জোড়ালো প্রশংসা করেছে তারাও। সোমবার এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্প্রতি আইসিসির মিটিং শেষে দেশে ফিরেছেন পাপন। সোমবার ধানমন্ডিতে বেক্সিমকো কার্যালয়ে মুস্তাফিজ সম্পর্কে পাপন বলেন, ‘আইপিএলে যেভাবে মুস্তাফিজ খেলছে, তাতে মুগ্ধ সবাই। আইসিসিতে মুস্তাফিজকে নিয়ে বেশ প্রশংসা শুনলাম। এত অল্প বয়সে এমন নৈপুন্যে বিস্মিত সবাই’।
পাপন আইসিসি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদও শুনে এসেছেন। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে। তার মানে, বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো। যদিও এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তা দিয়ে দেবে সহসাই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন