মুস্তাফিজের ভাগ্য নির্ধারণ প্রস্তুতি ম্যাচে
নিউজিল্যান্ড সফরের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য মঙ্গলবার ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শঙ্কা থাকলেও দীর্ঘ সাত মাস পর প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের দলে জায়গা পেয়েছেন বিস্ময় বালক কাটার-মাস্টার ক্যাত মুস্তাফিজুর রহমান।
প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেও মুস্তাফিজকে সে ম্যাচে খেলানো না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে প্রস্তুতি ম্যাচে কাটার মাস্টার কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তা দেখার পর বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। উল্লেখ্য, প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগে ২২ ডিসেম্বর ওয়াংঙ্গেরির কোবহাম ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা।
প্রথম ওয়ানডের দল ঘোষণার পর ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচক নান্নু বলেন, “প্রস্তুতি ম্যাচে আমরা মুস্তাফিজকে খেলাচ্ছি। দেখা যাক সে কেমন করে। যদি ভালো খেলে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে তবে প্রথম ওয়ানডেতে সে খেলবে নইলে নয়। সে হাতে এখনো কিছুটা ব্যথা অনুভব করছে, এটা বলা আসলেই কঠিন যে সে প্রথম ওয়ানডে্র জন্য ফিট কিনা!”
উল্লেখ্য, আইপিএল শেষে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বাঁ-কাঁধের ইঞ্জুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। এরপর এর জন্য অস্ত্রোপচারও করাতে হয় তাকে। অস্ত্রোপচারের পর নিয়মিত পুনর্বাসনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে দীর্ঘ সাত মাস পর আবারো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী জাতীয় দলের তরুণ এ পেসার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন