শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজের মা-বাবা এবার গ্যালারিতেই থাকছেন

আদরের ছোট ছেলেটি লেখাপড়ায় ভাল করবে; ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে। মুস্তাফিজুর রহমানকে ঘিরে এমন প্রত্যাশাই ছিল তার মা-বাবার। কিন্তু ক্রিকেটের প্রেমে পড়া মুস্তাফিজ শেষ অবধি ক্রিকেটারই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওয়ানডেতেই বিস্ময় আর রেকর্ডের জন্ম দিয়ে সে এখন বাংলাদেশের জাতীয় হিরো। আর তাই তো মুস্তাফিজের মা-বাবা ও পরিবারের সদস্যরা ভুলে গেছেন সব দুঃখ। এখন কেবলই আনন্দ তাদের চারদিকে। আর সেই আনন্দ আরও বেশি উপভোগ করতে এবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতেই হাজির হচ্ছেন তারা।

বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অতিথি ভারত ও স্বাগতিক বাংলাদেশ। গ্যালারিতে থেকে এই ম্যাচ উপভোগ করতে চান বাংলাদেশের ক্রিকেটের নতুন নক্ষত্র মুস্তাফিজের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে খুলানায় এসেছেন মুস্তাফিজুরের পিতা আলহাজ আবুল কাশেম গাজী। মহানগরী খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেইজের ৬নং রোডের ৪২৭নং বাড়িতে মুস্তাফিজের বড় ভাইয়ের বাসায় আগে থেকেই ছিলেন তার মা মাহমুদা খাতুন।

গ্রামীণফোনের চাকরিজীবী মুস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু জানিয়েছেন, বুধবার শেষ ম্যাচে পরিবারের সকলেই মিরপুরের মাঠে বসে খেলা দেখবে। এরই মধ্যে টিকিট নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মিঠু বলেছেন, ‘মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরাও খেলা দেখবেন।’

বড় ভাই মিঠু জানিয়েছেন, সিরিজের গত দুটি ম্যাচ মা মাহমুদা খাতুন তার বাসায় বসে দেখেছেন। তাদের পিতা আলহাজ আবুল কাশেম গাজী গ্রামের বাড়িতে খেলা দেখেছেন। ৪ ভাই ও দুই বোনের মধ্যে মুস্তাফিজুর সকলের ছোট। তার অপর তিন ভাইও স্থানীয়ভাবে ভাল ক্রিকেটার, যে কারণে ভাইদের দেখে সে ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী হয়েছে।

মুস্তাফিজুরের মা বলেছেন, ‘ছেলের এই খেলায় আমি খুশি। ছেলে আরও ভাল করুক ও দেশ জয় পাক এই কামনা করি।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রথম ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ধোনির ধাক্কা খেয়ে বাইরে চলে যাওয়ার পর মুস্তাফিজের মাসহ পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছিলেন এই ভেবে যে, না জানি বড় ধরনের কোনো ইনজুরিতে পড়ে যান মুস্তাফিজ। কিন্তু পরে সে ফিরে আসায় এবং পর পর দুই ম্যাচে তার সাফল্য আর বিশ্বরেকর্ডে গোটা পরিবারই এখন খুশি।

মুস্তাফিজের ভাবী ডা. তানিয়া সুলতানা বলেছেন, ‘মুস্তাফিজ এখন শুধু আমাদের পরিবারের গর্ব নয়, সে দেশের গর্ব।’ শেষ ম্যাচেও বাংলাদেশ জয় পাবে এমন কামনাই করেছেন তিনি।

মুস্তাফিজুরের পিতা বলেছেন, ‘মুস্তাফিজ এখন শুধু আমার ছেলে নয়, সে ১৬ কোটি মানুষের ছেলে। সে আরও ভাল করুক এমন কামনা করি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি