মুস্তাফিজের মিতব্যয়ী বোলিংয়েও ভিলিয়ার্সদের বড় সংগ্রহ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নবম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। এদিন আইপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে জয়ের জন্য মুস্তাফিজের হায়দ্রাবাদকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে কোহলিরা।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে প্রথম ম্যাচেই মূল একাদশে জায়গা করে নেয়া মুস্তাফিজ এদিন বল হাতে নিজের স্বরূপে ছিলেন। আর নির্ধারিত ২০ ওভার শেষে টস হেরে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ২২৭ রান।
এদিকে দ্বিতীয় ওভারেই ব্যাঙ্গালুরুর ব্যাটিং অর্ডারের অন্যতম শক্তি ক্রিস গেইলকে ফেরান ভুবেনেশ্বর কুমার। স্বরূপে জ্বলে ওঠার আগেই ভুবেনেশ্বরের দ্বিতীয় বলেই বোল্ড হন গেইল। আউট হবার আগে চার বলের মোকাবেলায় মাত্র এক রান করেন তিনি।
তবে গেইল ফিরে গেলেও দলকে বড় সংগ্রহের ভীত দেন প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৫৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন। দলীয় ১৬৩ রানে ভুবেনেশ্বরের বলে বোল্ড হন কোহলি। আউট হবার আগে ৫১ বলে সাত চার ও তিন ছয়ে ৭১ রান করেন কোহলি।
আর ১৮তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৮২ রানে ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। আর এটাই আইপিএলে মুস্তাফিজের প্রথম উইকেট। ৪২ বলে সাত চার ও ছয়টি ছয়ে ৮২ রান রান করা ভিলিয়ার্স মুস্তাফিজের বলে মর্গানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন