মুস্তাফিজের সামনে আজ ‘দুধভাত’ পাঞ্জাব!

গত ম্যাচে গুজরাত লায়ন্সকে বিশাল ব্যবধানে হারিয়ে মনোবল তুঙ্গে হায়দরাবাদের ক্রিকেটারদের। আজ শনিবার ঘরের মাঠে তাই কিংস ইলেভেনের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী মুস্তাফিজের সানরাইজার্স। করণ গুজরাতের তুলনায় পাঞ্জাব অনেক সহজ শিকার।
চার ম্যাচে সানরাইজার্স ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সমসংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আট দলের টুর্নামেন্টে তারা রয়েছে অষ্টম স্থানে।
পর পর দু’টি ম্যাচ হারার পর হায়দরাবাদ দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে। তারা হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত লায়ন্সকে। দলের বোলিংয়ের প্রধান শক্তি মুস্তাফিজও আছেন ভালো ফর্মে। আজও হায়দ্রাবাদের হয়ে ঝড় তুলতে মাঠে নামবেন তিনি।
এদিকে সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুরন্ত ফর্ম অনেক অভাব ঢেকে দিচ্ছে। যুবরাজ সিং, আশিস নেহরা, কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ওয়ার্নার একাই টানছেন দলকে। মুম্বইয়ের বিরুদ্ধে ৯০ ও গুজরাতের বিরুদ্ধে ৭৪ রান করেছেন তিনি। ৪ ম্যাচে তার সংগ্রহ ২৩৫ রান। গৌতম গম্ভীরকে টপকে তিনি কমলা টুপির মালিক হয়েছেন গত ম্যাচে। তাই আজও কিংস ইলেভেনের বিরুদ্ধে হায়দরাবাদ তাকিয়ে থাকবে ওয়ার্নারের ব্যাটের দিকে। গত ম্যাচে রানে ফিরেছেন শিখর ধাওয়ানও।
সানরাইজার্সের বোলিংয়ের নেতৃত্বে আছেন পেসার ভুবনেশ্বর কুমার আর মুস্তাফিজুর রহমান। কুমার গত ম্যাচে একাই নিয়েছিলেন চার উইকেট। এছাড়া দীপক হুদা, বিপুল শর্মাদের দিকেও নজর থাকবে।
আজ হায়দরাবাদকে হারাতে না পারলে কিন্তু আরো পিছিয়ে পড়বে পাঞ্জাব। তই প্রচণ্ড চাপে থেকেই শনিবার মাঠে নামবে কিংস ইলেভেন। একমাত্র মনন ভোরা কিছুটা ফর্মে আছেন। ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েলরা বড় রান না পেলে কিন্তু কিংস ইলেভেন মাথা তুলে দাঁড়াতে পারবে বলে মনে হয় না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন