মুস্তাফিজের হায়দ্রাবাদের বিপক্ষে কঠিন লড়াই করতে দিল্লীর একাদশে এক ঝাঁক তরুণ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫২তম ম্যাচে আজ রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে দিল্লী ডেয়ারডেভিলস। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এবারের আসরটা খুব একটা খারাপ না গেলেও প্লে অফ পর্বের অনিশ্চয়তায় ভুগছে দিল্লী। ১২ ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে তারা। তাই শেষ চার নিশ্চিত করতে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই দিল্লীর। পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে তারা।
আজকের ম্যাচে দিল্লীর একাদশে দেখা যেতে পারে অনেক পরিবর্তন। ব্যাটিংয়ে আজকে শ্রেয়াস আয়ারের পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে জেপি ডুমিনির পরিবর্তে কার্লোস ব্র্যাথওয়েইট অথবা স্যাম বিলিংস মাঠে নামাতে পারে দিল্লী। বিদেশী বোলারদের মধ্যে নাথান কোল্টার-নাইলের পরিবর্তে ইমরান তাহির আজকের একাদশে দেখা যেতে পারে। স্বদেশী বোলারদের মধ্যেও মোহাম্মাদ শামী, জয়ন্ত যাদব, পবন নেগী, শাহবাজ নাদিম এই চার বোলারের মধ্যে যেকোন একজনকে খেলাতে পারে দিল্লী।
দিল্লী ডেয়ারডেভিলসের সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার/মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, সাঞ্জু স্যামসন, রিশাব পান্ট, জেপি ডুমিনি/কার্লোস ব্র্যাথওয়েইট/স্যাম বিলিংস,ক্রিস মরিস, অমিত মিশরা, জহির খান (অধিনায়ক), নাথান কোল্টার-নাইল/ইমরান তাহির, মোহাম্মাদ শামী/জয়ন্ত যাদব/পবন নেগী/শাহবাজ নাদিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন