মুস্তাফিজে ভূপাতিত রাসেল

আইপিএলে দারুণ চমক দেখাচ্ছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই দুই উইকেট নিয়ে সাড়া ফেলে দেন পুরো ভারতজুড়ে।
শনিবার হায়দরাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
দ্বিতীয় ম্যাচেও নিজের মুনসিয়ানার পরিচয় দিয়ে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এ বোলার।
১৪৩ রানের টার্গেটে ব্যাট করছে কলকাতা। ভারত এবং অস্ট্রেলিয়ার বোলারদের যখন তুলোধুনো করছিলন কলকাতার ব্যাটসম্যানরা তখনই বল হাতে চমক নিয়ে আসেন মুস্তাফিজ।
নিজের প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। তবে প্রথম ম্যাচের মতো আজও মুস্তাফিজকে ভালোভাবে ব্যবহার করতে পারলো না অধিনায়ক ওয়ার্নার।
১২ ওভারেই ৯০ রান করে ফেলে কলকাতা। ১২তম ওভারে আবারও নিয়ে আসা হয় মুস্তাফিজকে। ওই ওভারেই বেশ আঁটোসাটো বল করেন তিনি। ১৩তম ওভারে উথাপ্পাকে ফেরান আশিষ রেড্ডি।
উথাপ্পা আউট হলে আন্দ্রে রাসেলকে প্রমোশন দিয়ে আগেই মাঠে পাঠানো হয়। তবে ১৪তম ওভারের চতুর্থ বলে রাসেলকে পরিষ্কার বোল্ড আউট করেন মুস্তাফিজ। মুস্তাফিজের দেয়া একটি ইয়র্কার আটকাতে গিয়ে মাটিতে পড়ে যান রাসেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন