মুস্তাফিজে হতাশ হয়ে যা বললেন ব্র্যাড হগ
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটা ভুলে যাওয়ার মত হল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আসরের প্রথম হারের দেখা পেতে হলো সানরাইজার্স হায়দরাবাদকে।
দলের হারের দিনে মুস্তাফিজ ছিলেন সম্পূর্ণ অচেনা। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচে চার উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিংয়ে ধ্বস নামানো মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান খরচা করেছেন।
উইকেটের কলামে শুন্য ও ওভার প্রতি ইকনোমি রেট ছিল বারোর উপরে। মুস্তাফিজের টি-টুয়েন্টি ক্যারিয়ারে এটিই মনে হয় সবচেয়ে বাজে স্পেল।
মুস্তাফিজের সাথে রান খরচা করেছেন দলের আরেক অভিজ্ঞ বাঁহাতি পেসার আশিস নেহরাও। চার ওভারে ৪৬ রান দিয়েছেন তিনি। এগারো ইকনোমি রেটে উইকেট নিয়েছেন একটি।
প্রথমে ব্যাট করা সানরাইজার্স হায়দরাবাদের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের মাঝারি পুঁজি নিয়ে লড়াই করতে গিয়ে এই দুই বাঁহাতির লাগামছাড়া বোলিং ডুবিয়েছেন দলকে।
তবে আফগান বোলার রাশিদ খান ও আরেক ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ছিলেন দুর্দান্ত। চার ওভারে পাঁচের উপর ইকনোমি রেটে তিন উইকেট তুলে নিয়েছেন কুমার।
রাশিদের চার ওভারে মাত্র ১৯ রান তুলতে সক্ষম হয়েছে মুম্বাই। একটি উইকেটও পেয়েছেন তিনি। সতীর্থরা ভালো করলেও মুস্তাফিজের প্রথম ম্যাচে এমন হতাশাজনক পারফর্মেন্স কারন কি হতে পারে?
সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ ক্রিকইনফোতে বলেন, ‘মুস্তাফিজের কথা যদি বলেন, তার পারফর্মেন্স ছিল হতাশাজনক। গত বছরের পারফর্মেন্সের কারনে তার কাছে আসলে বাড়তি চাওয়া থাকে সবার… মাঝে মাঝে এটা বোলারের উপর চাপ সৃষ্টি করে। দেখি পরের ম্যাচে সুযোগ পেলে সে কেমন করে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন