মুস্তাফিজ আতঙ্কে নিউজিল্যান্ড অধিনায়ক
বাংলাদেশের কাছে টানা দুই ওয়ানডে সিরিজ বাংলা ওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। স্বাভাবিক ভাবেই তাদের মন খারাপ। এদিকে হাস্যরস টিমের অধিনায়ক খুব ইমোশনাল মানুষ। তিনি নিউজিল্যান্ড টিমের এই মন খারাপের দৃশ্য সহ্য করতে পারলেন না। তাই এই প্রতিবেদককে নির্দেশ দিলেন, নিউজিল্যান্ড টিমের পক্ষ থেকে নিউজিল্যান্ড টিমের অধিনায়কের কাল্পনিক সাক্ষাৎকার নিতে। হাস্যরস্য সাক্ষাৎকার দেওয়ার খুশিতে নিশ্চয় ওদের মন ভালো হয়ে যাবে। যাইহোক কী করা, বাসায় বসেই নাম প্রকাশে অনিচ্ছুক নিউজিল্যান্ড অধিনায়কের কাল্পনিক সাক্ষাৎকার নিয়ে নিলাম। আসেন সময় নষ্ট করে ফেলি।
হাস্যরস্য : কেমন আছেন মামা?
নিউজিল্যান্ড অধিনায়ক : মন খারাপ।
হাস্যরস্য : কেন কী হইছে?
নিউজিল্যান্ড অধিনায়ক : বাঘ যদি আপনার বাসায় আসে, তাহলে আপনি কি খুব খুশি হবেন?
হাস্যরস্য : হা হা আপনি নিশ্চিয় বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলছেন।
নিউজিল্যান্ড অধিনায়ক : হাসেন ভাই হাসেন। আপনার ভাগ্য ভালো রম্য লিখেন, ক্রিকেট খেলেন না। নতুবা বুঝতেন বাংলাদেশ ক্রিকেট টিম কী জিনিস। টানা দুইবার বাংলা ওয়াশ হয়েছি। এইবার হলে কপালে দুঃখ আছে। তবে এইবার আশা করি বাংলা ওয়াশ হব না। কেননা আমরা অনেক পরিকল্পনা করেছি।
হাস্যরস্য : যেমন?
নিউজিল্যান্ড অধিনায়ক : বোলিং ফিল্ডিং কিংবা ব্যাটিং; সব সেক্টরে আমরা স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় রেখেছি।
হাস্যরস্য : আপনাদের সঙ্গে গত দুই সিরেজে কিন্তু মুস্তাফিজ খেলেননি। এইবার কিন্তু তিনি আছেন। মুস্তাফিজ নিয়ে আপনাদের পরিকল্পনা কী?
নিউজিল্যান্ড অধিনায়ক : মুস্তাফিজের কাটার ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করি মুস্তাফিজ আমাদের কোনো উইকেট পাবে না।
হাস্যরস্য : এটা কী করে সম্ভব?
নিউজিল্যান্ড অধিনায়ক : অবশ্যই সম্ভব। কেননা মুস্তাফিজের বল করার আগেই আমরা সবাই আউট হয়ে যাব।
হাস্যরস্য : যদি শুরুতেই মুস্তাফিজ বোলিং করে?
নিউজিল্যান্ড অধিনায়ক : ভাই, ভয় দেখান ক্যান? আমরা আপনার কী ক্ষতি করেছি?
হাস্যরস্য : সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ।
নিউজিল্যান্ড অধিনায়ক : আপনাকেও ধন্যবাদ এই অসময়ে হাস্যরস্যের মতো একটা বিভাগে আমার সাক্ষাৎকার প্রচার করার জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন