মুস্তাফিজ কি বড় ধরণের ভুল করে ফেললেন?
বাংলাদেশ ক্রিকেট দলের ‘কাটার মাস্টার’ খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান কি বড় ধরণের ভুল করে ফেললেন? এ পেসারতো অনেক চড়া মূল্যে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দল পেতেন। কিন্তু সে পথে হাঁটেননি মুস্তাফিজ।
পারস্পরিক বোঝাপড়ায় আবারও গত আসরের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদেই থেকে গেলেন মুস্তাফিজ। তাকে রেখে দিল হায়দরাবাদ।
আগামী বছর ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত চলবে আইপিএল। এ আসরের জন্য ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেয়ার সময় চলছে এখন। ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে হবে ক্রিকেটারদের নিলাম।
এরই মধ্যে কয়েকটি দল মোট ৪০ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। কেভিন পিটারসেন, ইয়ন মরগান, ডেল স্টেইন, মরনে মরকেল, জেসন হোল্ডার, মিচেল জনসনের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দলগুলো।
এরমধ্যে রাইজিং পুনে সুপার জায়ান্টই ১০ ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলেছে। হায়দরাবাদ ও কেকেআরও কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তবে মুস্তাফিজকে হায়দরাবাদ ও সাকিবকে কেকেআর ছাড়েনি। রেখে দিয়েছে।
গত আসরে হায়দরাবাদে খেলে মুস্তাফিজ। তার মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ রুপি। এবার স্বাভাবিকভাবেই তার দাম বাড়ার কথা। গত আসর যে মুস্তাফিজ মাতিয়ে দিয়েছেন। অভিষেক আইপিএল আসরেই চমক জাগিয়েছেন মুস্তাফিজ। তাই হায়দরাবাদ কোনভাবেই মুস্তাফিজকে ছাড়তে রাজি নয়।
মুস্তাফিজের ‘কাটারে’ই একের পর এক দল বিধ্বস্ত হয়েছে, একের পর এক দল কাত হয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট তুলে নেন। নজরকাড়া বোলিংয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শকের ভালবাসার পাশাপাশি ‘দ্য ফিজ’, ‘ম্যাজিক্যাল মুস্তাফিজ’সহ বিভিন্ন উপাধি পান সাতক্ষীরার তরুণ এই পেসার।
আর তাইতো আসন্ন আসরেও মুস্তাফিজের ওপরই ভরসা রাখছে হায়দরাবাদ। তবে কত অর্থ দিয়ে মুস্তাফিজকে এবার নেয়া হয়েছে, তা এখনও ফাঁস করেনি হায়দরাবাদ। এখন মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন