মুস্তাফিজ কি সর্বকালের সেরাদের একজন?
একটু আগেভাগে প্রশ্নটা উঠল কি না তা কে জানে। তবে যেভাবে বাঁহাতে তিনি বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন, তাতে এই প্রশ্ন আর চুপ করে থাকতে পারছে না। ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সের কণ্ঠে ভর দিয়ে জেগে উঠল। উইলকিন্স তো গতকাল মুস্তাফিজকে কিংবদন্তি বুবকার সঙ্গে তুলনা করেছেন!
ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বুবকা। এর মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার।
মুস্তাফিজ আলোচনায় এসেছেন অভিষেকের দিন থেকে। এরপর যত ম্যাচ খেলছেন, ততই তার প্রেমে পড়ছে ক্রিকেটবিশ্ব। আইপিএলে সেই প্রেম যেন সার্বজনীন রূপ নিয়েছে! ৪ ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। তবে নজর কেড়েছেন মূলত বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ও বিপাকে ফেলে।
প্রতি ম্যাচেই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
গতকাল মুস্তাফিজ বোলিংয়ে আসার শুরুতেই তাকে ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ বলেছিলেন উইলকিন্স। খানিকপর মুস্তাফিজের বোলিং বৈচিত্র্যে মুগ্ধ হয়েই এক পর্যায়ে তুলনা করেন বুবকার সঙ্গে, ‘মুস্তাফিজকে যতবার দেখবেন, পরমুহূর্তেই সে আরও দারুণ কিছু নিয়ে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মত, যে নিজের রেকর্ড প্রতিনিয়ত ছাড়িয়ে যেত নিজেই।’
গত এশিয়া কাপ থেকেই মুস্তাফিজের গুণমুগ্ধ ম্যাথু হেডেন। কদিন আগেই বলেছিলেন, এবারের আইপিএলে তার মতে সেরা বোলার মুস্তাফিজ। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার এদিনও ধারাভাষ্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুস্তাফিজের, ‘সে অসাধারণ এক প্রতিভা। এত বৈচিত্র্য ওর হাতে, ব্যাটসম্যানকে একটুও থিতু হতে দেয় না। ম্যাককালামের মত ব্যাটসম্যানকে স্বস্তি দেয়নি।’
এর আগে দুই দিন ধরে লক্ষণ মুস্তাফিজের প্রশংসা করে যাচ্ছেন। তিনিও বলে দিয়েছেন পৃথিবীর অন্যতম সেরা বোলার মুস্তাফিজ।
এত প্রশংসার মাঝে ড্যানি মরিসন ছিলেন একটু ব্যতিক্রম। এখন পর্যন্ত তিনি মুস্তাফিজকে অন্যতম সেরা মানছেন। আর সেই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন লম্বা একটা পথের কথা, ‘এখন দেখার বিষয়, এখান থেকে নিজেকে কতটা সামনে এগিয়ে নিতে পারে সে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন