মুস্তাফিজ চাইলেই খেলতে পারবেন: কোচ হাথুরুসিংহে
ধরেই নেয়া হয় সোমবারের প্রথম ওয়ানডে ম্যাচে খেলবেন মুস্তাফিজ। কিন্তু না, তার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবির টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দিন সকালে সাধারণ এক আধ ঘণ্টার একটি প্র্যাকটিস সেশন থাকে।
ওই সেশনের পরই মোস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ফিজিও খেলার ব্যাপারে ছাড়পত্র দিলেও কোচ আরো অপেক্ষা করতে চাইছেন। মোস্তাফিজকে নিয়ে এতটুকু ঝুঁকি নিতে চাইছেন না তিনি।
তবে আসল সিদ্ধান্ত নিতে হবে মোস্তাফিজকেই।
সকালে যদি তিনি টিম ম্যানেজমেন্টকে জানান যে, মানসিক ও শারীরিক দিক দিয়ে ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন তবেই তাকে একাদশে নেওয়া হবে বলে জানা গেছে।
অধিনায়ক মাশরাফির কথাতেই সেটা পুরোপুরি পরিষ্কার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রবিবার বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সব কিছু নির্ভর করছে তার ওপরই। কারণ দিন শেষে, শেষ সিদ্ধান্তটি ওরই। মোস্তাফিজের মত একজনের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।
এজন্যই এখনও সিদ্ধান্ত হয়নি। আজকেও বোলিং করেছে, কিছু ফিল্ডিং করেছে। শেষ রিভিউটা করতে হবে। ফিজিওর দিক থেকে ফিজিও নিশ্চিত, মোস্তাফিজ খেলতে প্রস্তুত। বাকিটা ওর ওপর নির্ভর করছে। ও যদি মনে করে পারবে, তাহলে খেলবে। অবশ্যই আমরা চাই না সে চাপ নিয়ে খেলুক। তাকে কোনোরকম চাপ দেওয়াও হবে না। সে নিজে চাইলেই কেবল খেলবে।’
আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, আমি সবাইকে শতভাগ ফিট চাই। আমরা একজনের দল নই। সবাইকে শতভাগ থাকতে হবে। সকালে যদি সে মনে করে শতভাগ আছে, তাহলে খেলবে। অর্থাৎ তিনি চাইলে খেলবেন আর না চাইলে না খেলবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন