মুস্তাফিজ থাকলে যেকোনও কন্ডিশনে জেতা সম্ভব: মাশরাফি

সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে সফলতা পাচ্ছে তার পেছনে পেসার মুস্তাফিজুর রহমানের বড় অবদান রয়েছে। গত বছর বাংলাদেশ যে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে তার তিনটিতে ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিটিতেই নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি।
জাতীয় দলে ভালো করার সুবাদে বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে ডাকে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উজ্জ্বল পারফরম্যান্স করেছেন তিনি। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবারই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে।
টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তার আশা, মুস্তাফিজুর রহমান যদি ১২ বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারে তাহলে বাংলাদেশ দল যেকোনও কন্ডিশনে ভালো খেলবে।
মাশরাফি বলেছেন, বাইরের দেশের ঘরোয়া টুর্নামেন্টে ওর চাহিদা অনেক। তবে, ও যদি বেছে বেছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো খেলে তাহলে বাংলাদেশ দলকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে।
টাইগার দলপতি বলেন, মুস্তাফিজ যদি ১২ বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট এমন জায়গায় চলে যাবে যে, যেকোনও কন্ডিশনে, যেকোনও দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা করতে পারবে। এমনকি মুস্তাফিজ থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সমানতালে খেলা সম্ভব।
মাশরাফি মনে করেন, মুস্তাফিজ থাকা মানে ওকে দেখে আরও কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসা। কারণ, ও থাকলে ওকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে।
বর্তমান সময়ে বিশ্বের নামকরা একজন পেসার মিচেল স্টার্ক। তবে, মাশরাফি মনে করেন, অস্ট্রেলিয়ার এই পেসাররের চেয়ে মুস্তাফিজই সেরা। তাঁর চোখে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুস্তাফিজই বেশি কার্যকর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন