মুস্তাফিজ না খেললে সৌন্দর্য হারাবে ফাইনাল
আইপিএলে পা রেখেই মধ্যমণিতে পরিণত হয়েছে বাংলাদেশের হাসি মুখের ঘাতক মুস্তাফিজুর রহমান। সানরাইজ হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারসহ আরো অনেকে বলেছেন, ডেথ ওভারের রাজা হলেন মুস্তাফিজ। এই বিস্ময় বালক বল হাতে জাদু দেখিয়ে আইপিএলের এবারের আসরের সেরা উদীয়মান তারকা বনে গেছেন।
আর তিনি যত প্রশংসা কুড়িয়েছেন তা হয়ত এখনো পর্যন্ত কোনো তরুণ খেলোয়াড়ের ভাগ্যে জুটেনি। প্রতি খেলায় ধারাভাষ্যকাররা যেভাবে মুস্তাফিজকে প্রশংসায় ভাসান তাও আশ্চর্য হওয়ার মত।
মুস্তাফিজ বল হাতে ক্রিজে আসুক অথবা না আসুক, ধারাভাষ্যকার প্রশংসা চালিয়ে যান।
বাংলাদেশের এই বোলিং সেনসেশন কতটা জনপ্রিয় হয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে গত ম্যাচে তার অনুপস্থিতির পর। মাঠে নেই মুস্তাফিজ কিন্তু ক্রিকেটবিশ্ব অভাব বোধ করেছেন এই তরুণ উদীয়মান তারকার। আলোচনায় ছিলেন তিনিই।
ওই ম্যাচে হায়দরাবাদের জয়ের পর ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন আজকের হাইভোল্টেজ ফাইনালে বল হাতে জাদু দেখাবে ম্যাজিক্যাল মুস্তাফিজ। ম্যাচে টসের আগ পর্যন্ত থাকবে এই প্রত্যাশা, খেলবে মুস্তাফিজ। কারণ তাকে ছাড়া যে, সব সৌন্দর্য হারাবে ফাইনাল!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন