মুস্তাফিজ নেই বলেই সাকিব ‘ম্যান অব দ্য ম্যাচ’!
দীর্ঘদিন পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। নতুন একটি রেকর্ড গড়ার পাশাপাশি এই পুরস্কার পেয়ে বেশ আনন্দিত তিনি। তবে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান না থাকার কারণেই এই পুরস্কার পেয়েছেন বলে মনে করেন তিনি।
রোববার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব ব্যাট এবং বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে খেলেছেন ৪৮ রানের দারুণ একটি ইনিংস। আর বল হাতে ২৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সাকিবের ঝুলিতেই জমা পড়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব অনেকটা হাসির ছলে বলেন, ‘অনেকদিন পর পাওয়া এই পুরস্কার আমার কাছে খুবই আনন্দের। তবে মুস্তাফিজ নেই বলেই হয়তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি আমি পেয়েছি। সে থাকলে হয়তো পেতাম না।’
গত একটি বছর ঘরের মাঠে বাংলাদেশের অনেকগুলো সাফল্যের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। স্বাভাবিক কারণেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারগুলো কাটার-মাস্টারেরই দখলে ছিল তখন। এবার মুস্তাফিজ নেই বলেই হয়তো সাকিব পেয়েছেন এই পুরস্কার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন