মুস্তাফিজ ফেরায় সাসেক্সের অভিনন্দন

সাসেক্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। তাতেই বাংলাদেশি পেসারকে নিজেদের মনে করছে ইংলিশ কাউন্টি ক্রিকেটের এই দল। শুধু তাই নয়, মোস্তাফিজ ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সফরে ফেরায় অভিনন্দনও জানিয়েছে তারা।
একদিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আছেন মোস্তাফিজও। এর আগে নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও টেস্ট খেলা হয়নি ইনজুরি আক্রান্ত তাসকিনের।
মোস্তাফিজের টেস্ট দলে ফেরার খবরে সাসেক্স তাদের ফেসবুকের আনুষ্ঠানিক পাতায় অভিনন্দন জানিয়ে বলেছে, ‘আমাদের সাবেক ক্রিকেটার বাংলাদেশের সুপারস্টার মোস্তাফিজ জাতীয় দলে ফেরায়, অভিনন্দন।’ তাদের বাংলাদেশি সমর্থকরেও অভিনন্দন জানিয়েছে সাসেক্স।
বাঁ কাঁধের অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরেছেন মোস্তাফিজ। কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফিরতে তার আরেকটু সময় লেগে গেলো। ভারতের মাটিতে বাংলাদশের প্রথম টেস্টেও খেলেননি মোস্তাফিজ।
ভারত সফরে না গিয়ে দেশে বিসিএল খেলেছেন তিনি। তাতে নিজের ফিটনেসের অবস্থাও ভালোভাবে বুঝতে পেরেছেন এই তরুণ পেসার। সেখান থেকেই তার মনে হয়েছে যে, তিনি টেস্ট খেলার জন্য এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
সাসেক্সের অভিনন্দন পেয়ে নিশ্চয় আরো অনুপ্রাণিত বোধ করছেন মোস্তাফিজ। কে জানে, ভালো খেলতে থাকলে হয়তো আগামী মৌসুমে আবার মোস্তাফিজকে ডাকতে পারে সাসেক্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন