মুস্তাফিজ বাংলাদেশের বড় আশা : নেহরা

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পার করার পরও মুস্তাফিজুর রহস্যময়। প্রথম আইপিএলে খেলতে গেছেন। ১২ ম্যাচ খেলে ফেলার পরও তিনি রহস্যময়। আর এই কাটার-স্লোয়ার বিশেষজ্ঞ বড় একটি ভূমিকা পালন করছেন আইপিএলে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। হায়দ্রাবাদ যে প্রথমবারের মতো আইপিএলের সেরা চারে গেলো তার বড় কারণ মুস্তাফিজ। তার দলের অভিজ্ঞ পেসার আশিস নেহরার চোখে বাংলাদেশের বড় আশার নাম ‘মুস্তাফিজ’।
নেহরা ৩৭ বছর বয়সে ভারত দলে ফিরে চমক দেখিয়েছেন। সানরাইজার্সের সাথে ইনজুরিতে কয়েকটি ম্যাচ মিস করেছেন। যে আটটি খেলেছেন তাতে তার উইকেট ৯টি। টাইমস অব ইন্ডিয়ার কাছে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন নেহরা। সেখানে স্বাভাবিকভাবে এসেছে এই সময়ের বিস্ময় বোলার ২০ বছরের মুস্তাফিজের প্রসঙ্গ। নেহরা বলেছেন, “মুস্তাফিজুর শুধু আমাদের জন্য নয় বাংলাদেশের জন্যও বড় আশা। খোলা মন নিয়ে বল করে চলে সে।” এর আগে বাংলাদেশে এশিয়া কাপ খেলার সময় নেহরা বলেছিলেন ‘মুস্তাফিজ এক প্রকৃতি প্রদত্ত প্রতিভা’।
মুস্তাফিজ আইপিএলে ১২ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। ইকোনোমি রেট ৬.৬৬। এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের মধ্যে তিনি চতুর্থ স্থানে। ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে তার ৫০ উইকেট হয়ে গেছে। ২২টি নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। ১৪টি বিপিএলে ঢাকা ডিনামাইটসের পক্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন