মুস্তাফিজ বিশ্বের ১ নম্বর বোলার বলেই একি চুক্তি করা হয়েছে!

আইপিএল শেষ করে দেশে ফিরে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স মুস্তাফিজের আশায় পথ চেয়ে আছে।
দলটির আশা শেষ পর্যন্ত সাসেক্সে খেলতে আসবেন দ্য ফিজ। তবে গত সপ্তাহে বিসিবি জানিয়েছে মুস্তাফিজের পুরোপুরি ফিট হতে আরও ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে, সেই পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় ইংলিশ দল সাসেক্স। মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া হবে কিনা সে বিষয়ে বিসিবির কাছে চিঠি পাঠিয়ে স্পষ্ট জবাব চায় দলটি।
সাসেক্সের হেড কোচ মার্ক ডেভিস বলেন, ‘আমরা মুস্তাফিজের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট জবাব চাই। আমি বাংলাদেশের কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দু সপ্তাহ পর জানানো হবে। মুস্তাফিজ এখন তার ফিজিও ও ট্রেইনারের সঙ্গে কাজ করছে।’
মুস্তাফিজকে এখনও দলে না পেয়ে হতাশ সাসেক্স কোচ। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার বলেই তার সঙ্গে আমরা চুক্তি করেছি।’ সাসেক্সে হতাশার কারণও আছে। কাটার মাস্টারের বদলি হিসেবে ভালো কোনও বিদেশি খেলোয়াড় পাচ্ছে না তারা। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রায় সবাই ওইসব দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন