মুস্তাফিজ বিশ্রামে
পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলে কথা। শুধু মুখের কথায় নয় কাজে কর্মে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটা ক্রিকেটারদের পরখ করার মঞ্চ বানিয়ে ফেলেছে বাংলাদেশ। রোববার ওয়ালটন টি-২০ সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে পরিবর্তন আছে তিনটি।
বিশ্রাম দেয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। পেসার আল-আমিন হোসেন, অলরাউন্ডার শুভাগত হোমও আছেন সে তালিকায়। তাদের বদলে দলে অন্তর্ভুক্ত হলেন পেসার মো. শহীদ, ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও অলরাউন্ডার মুক্তার আলী।
রোববার ম্যাচের শেষ ওভারের পঞ্চম বলটা করতে গিয়ে বাঁ হাতে টান পড়ে মুস্তাফিজের। ওভারের ষষ্ঠ বলটা তাই সাব্বিরকেই করতে হয়েছিল। অনেক দুশ্চিন্তার বিষয় হয়তো নয়, তবে দল সূত্রের খবর মুস্তাফিজ জোরে কাটার করতে গেলে হাতে একটু ব্যথা পান। যা তিনি পেয়েছিলেন গত বিসিএলে খেলতে গিয়ে। অবশ্য এ ব্যথা পাওয়ার আগেই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল সিরিজের পরের দুই ম্যাচে খেলানো হবে না তরুণ এ পেসারকে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে তাই বিশ্রামে থাকবেন মুস্তাফিজ।
এদিকে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল মুশফিকুর রহিমের। সেটিও খুব গুরুতর নয়।
তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্যাচের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নুরুল হাসান, মো. শহীদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০ ও ২২ জানুযারি সিরিজের তৃতীয়, চতুর্থ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে বেলা তিনটায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন