শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজ বিস্ময়ে জিতল হায়দরাবাদ

প্রথমে বল হাতে মুস্তাফিজের অসাধারণ বোলিং। পরে ব্যাট হাতে ওয়ার্নার ও ধাওয়ানের নির্ভরযোগ্য ব্যাটিং। সব মিলিয়ে আইপিএলে দাপটে সঙ্গেই জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে মুস্তাফিজের সানরাইজার্স। পাঁচ ম্যাচে হায়দরাবাদের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঞ্জাবের এটি চতুর্থ হার।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৯ রানের বিনিময়ে দুটি উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুস্তাফিজুর রহমান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে তারা করেন ৯০ রান।

৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ওয়ার্নার। যার মধ্যে ছিল সাতটি চার ও তিনটি ছ্ক্কার মার। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ধাওয়ান। শেষের দিকে ২০ বলে ২৫ রান করে ইংলিশ অধিনায়ক মরগ্যান। তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরিকস (৫) ও ওঝা (২)। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, মুহিত শর্মা ও ঋষি ধাওয়ান।

এর আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব। দলের হয়ে মার্শ ৪০, প্যাটেল অপরাজিত ৩৬, ভোহরা ২৫, নাইক ২২ রান করেন। সানরাইজার্সের হয়ে বল হাতে চমক দেখান বাংলাদেশের মুস্তাফিজের রহমান। চার ওভারে মাত্র নয় রান দিয়ে নেন দুটি উইকেট।

এর মধ্যে ছিল একটি মেডেন ওভার। প্রথম ওভার মেডেন। দ্বিতীয় ওভারে এক রান, তৃতীয় ওভারে দুই রান। চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে দেন ৬ রান, তবে এই ওভারে তুলে নেন একটি উইকেট। চলতি আইপিএলে এটাই সবচেয়ে সেরা ইকোনমি বোলিং। চার ওভারে মুস্তাফিজ একটি চার ও ছক্কাও হজম করেনি। ওভার প্রতি রান দিয়েছেন ২.২৫, সত্যিই বিস্ময়জাগানিয়া। সেখানে সানরাইজার্সের অন্যান্য বোলাররা রান দিয়েছেন হাতেম তাঈয়ের মতো। চার ওভারে ৩৭ রানে ভুবনেশ্বর পেয়েছেন এক উইকেট। চার ওভারে ৩৩ রান দিয়ে হেনরিকস পেয়েছেন দুটি উইকেট। আর স্রান ৩৩ ও হুদা ৩০ রান দিয়েও পাননি উইকেটের দেখা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি