‘মুস্তাফিজ যখন বোলিংয়ে আসল তখন পর্দায় ওর নাম দেখে গ্যালারীর সবাই চেঁচিয়ে উঠল’

বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের বড় ভাই মাহফুজুর রহমান গ্রামীণফোনের চাকুরিজীবী। আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করতে গত ২০ মে কলকাতায় গিয়েছিলেন মাহফুজুর রহমান। ছোট ভাইয়ের একাকীত্ব কাটাতে মাহফুজুর রহমানের সঙ্গী ছিলেন তার ভায়রা, বন্ধু ও এলাকার তিন-চারজন।
তারা সবাই ইডেনে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচ দেখেছিলেন। মঙ্গলবার দেশে ফিরে মাহফুজুর রহমান বলেন ইডেনের সেই ম্যাচের অভিজ্ঞতা।
মাহফুজুর রহমান বলেন, মুস্তাফিজ যখন বোলিংয়ে আসল তখন বড় পর্দায় ওর নাম দেখে সবাই চিৎকার করে উঠল। আমরাও যোগ দিলাম। আমাদের সঙ্গে টাইগার শোয়েব(শোয়েব আলী) ছিল। বুঝে গেলাম এখানে মুস্তাফিজের অনেক ভক্ত আছে যারা ওকে অনেক পছন্দ করে। ওর প্রথম বোলিংয়ের সময় পুরো স্টেডিয়াম চিৎকার-চেঁচামেচি করছিল। মনে হচ্ছিল খেলাটা ভারতে নয়, বাংলাদেশে হচ্ছে!
ইডেন গার্ডেনের অধিকাংশ দর্শকই কলকাতার। এপার বাংলার বড় তারকা বলেই হয়তো মুস্তাফিজকে বরণ করতে ভুল করেনি ইডেন!
বিদেশের মাটিতে ছোট ভাইয়ের বোলিংয়ের প্রশংসাও শুনেছেন মাহফুজুর রহমান। দুই-একবার বলতেও শুনেছেন, ‘এই তো মুস্তাফিজ চলে এল। এখন তো শেষ কলকাতা!’
বড় ভাই যাবেন সেটা আগে থেকেই জানতেন মুস্তাফিজ। তাদের মা মাহমুদা খাতুন চেয়েছিলেন বড় ছেলের সঙ্গে মুস্তাফিজের পছন্দের খাবার রান্না করে দেবেন। কিন্তু ওপার থেকে মুস্তাফিজ মানা করেন।
মুস্তাফিজ বলেন, কিছুদিন পরই তো দেশে চলে আসছি। আর এখানে(হোটেল) বাইরের খাবার নিয়ে আসা যায় না।
মাহফুজুর রহমান টিম হোটেলে হায়দরাবাদের কোচিং স্টাফদের থেকে মুস্তাফিজের প্রশংসা শুনেছেন। সবাই বলেছে, ‘তোমার ভাই অনেক দূর যাবে। অনেক প্রতিভাবান ক্রিকেটার। আমাদের হয়ে কী অসাধারণ খেলছে ও। সত্যিই বড় সম্পদ তোমাদের।’
টম মুডি ও ডেভিড ওয়ার্নারকে না পেলেও অন্যান্য কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে মুস্তাফিজ বড় ভাইকে পরিচয় করিয়ে দেন। মাহফুজুর রহমান জানালেন হায়দরাবাদের ‘চোখের মণি’ মুস্তাফিজ। টিম ম্যানেজম্যান্ট, কোচিং স্টাফ ও সতীর্থরা মুস্তাফিজকে যেমন সম্মান করেন ঠিক তেমনই আদর করেন।
সাসেক্সে যাওয়ার বিষয়ে মুস্তাফিজ কী সিদ্ধান্ত নিচ্ছেন জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, মুস্তাফিজের যাওয়ার আগ্রহ আছে। ও নিজেও চাইছে ওখানে গিয়ে আরো ভালো কিছু শিখতে। কিন্তু ওর গোড়ালিতে কিছুটা সমস্যা হচ্ছে মনে হলো। দেশে ফিরে ফিজিওর সঙ্গে কথা বলবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আসলে ও ওখানে গিয়ে ভিন্ন কিছু শিখতে চাচ্ছে। কিন্তু নিজের ফিটনেসের দিকটি সবার আগে দেখছে। যদি ফিজিও জানায় যে বিরতি দিয়ে খেললে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তাহলে হয়তো যেতেও পারে। এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মুস্তাফিজ। দেশে ফিরে বিশ্রাম নিয়ে সবার সঙ্গে আলোচনা করেই হয়তো ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিবে।
বুধবার আইপিএলে এলিমিনেটর ম্যাচে মুস্তাফিজুর রহমানদের হায়দরাবাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। দুই দলের যারা হারবে তারাই আইপিএল থেকে ছিটকে যাবে। ১৪ ম্যাচে ১৬ উইকেট পাওয়া মুস্তাফিজ আবারও জ্বলে উঠবে সেই অপেক্ষায় মুস্তাফিজ-ভক্তরা।-রাইজিং বিডি
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন