মুস্তাফিজ-রুবেলের নাম ভাঙিয়ে প্রতারণা!
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনের নামে ‘ফেক আইডি’ খুলে প্রতারণা করা হচ্ছে। নিজেই এই অভিযোগ করেছেন রুবেল হোসেন।
মঙ্গলবার রুবেল তার ব্যক্তিগত ফেসবুকের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিয়েছেন। রুবেল বলেন, ‘একটা বিষয় সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি, টুইটারে আমার কোনো অ্যাকাউন্ট নেই। ইদানীং লক্ষ করছি টুইটারে আমার নামের একটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টুইট করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেটা আমার অ্যাকাউন্ট। অনেকেই এতে বিভ্রান্ত হচ্ছেন।’
অবাক করার বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে রুবেলের টুইটার খোলার কথা বলা হচ্ছে, সেটা আবার মুস্তাফিজের ভেরিফাইড অ্যাকাউন্ট। রুবেল বলছেন, ওই অ্যাকাউন্টটি কোনোভাবে ভেরিফাইড হয়ে গেছে। আসলে ওটা মুস্তাফিজ চালায় না।
‘সবার কাছে অনুরোধ বিভ্রান্ত না হওয়ার জন্য। যদি ভবিষ্যতে কখনো টুইটার অ্যাকাউন্ট করি অবশ্যই আপনাদের কে জানাবো।’ বলছেন রুবেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন