‘মুস্তাফিজ, সবসময় স্লো দিলে চলবে না’
প্রথমবারের মতো বিদেশি লিগে (আইপিএল) খেলতে মুস্তাফিজুর রহমান গেছেন ভারতে। ক’দিন আগে কাটার মাস্টার জানিয়েছিলেন, সেখানে গিয়ে বেশি মনে পড়ে তার বাবা-মাকে। মনে পড়ে আত্মীয়-স্বজন ও পাড়ার বন্ধুদের। তাদের সঙ্গে অবশ্য যোগাযোগ হয় মুস্তাফিজের। হায়দরাবাদে ভালোই আছেন বাংলাদেশের তারকা এই পেসার।
বড় ভাই মোখলেসুর রহমানের সঙ্গেও প্রতিদিনই একাধিকবার কথা হয় মুস্তাফিজের। টেলিফোনে ভাইকে পরামর্শও দেন মোখলেস, ‘আমি বলি- মুস্তাফিজ, সবসময় স্লো দিলে চলবে না। হঠাৎ হঠাৎ স্ট্যাম্পের ওপর ফাস্ট বল দিতে হবে ..। অবশ্য ওকে বলতে হয় না, সব বোঝে!’
আইপিএলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মুস্তাফিজ। ছোট ভাইয়ের পারফরম্যান্সে খুব খুশি বড় ভাই মোখলেস। বলেন, ‘আইপিএলে খুব ভালো খেলছে মুস্তাফিজ। যতো দিন যাবে, ততো ভালো খেলবে ও।’
সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের দিন তেতুলিয়াবাসীর (মুস্তাফিজের গ্রাম) নজর থাকে টিভির পর্দায়। এমনটাই জানালেন মোখলেস। বলেন, ‘তেতুলিয়ায় হায়দরাবাদই এখন আইপিএলের সবচেয়ে প্রিয় দল। কারণ মুস্তাফিজ ঐ দলে খেলে। তার পারফরমেন্সে পরিবারের পাশাপাশি গর্বিত গ্রামবাসীরাও। তাই হায়দরাবাদের খেলার দিন তেতুলিয়াবাসীর চোখ থাকে টিভির পর্দায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন