শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজ-সাকিব দ্বৈরথ হচ্ছে তো?

বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে নাকাল হতে হয় মুস্তাফিজুর রহমানের অফ কাটারে। বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদেরও কি একইভাবে বেকায়দায় ফেলতে পারেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ, নাকি তারা গোপন রহস্যটা জানেন বলে বাংলাদেশি ব্যাটসম্যানদের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেন না ‍মুস্তাফিজ?

বিশ্বে ক্রিকেটে ‘মুস্তাফিজ ঝলক’ শুরু হওয়ার পর থেকেই এমন কৌতূহল তাড়া করছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। তবে লাল-সুবজের জার্সির সতীর্থ বলে মুস্তাফিজের বিপক্ষে সাকিব-মুশফিক-তামিম কিংবা সাব্বিররা কেমন ব্যাট করেন; তা কখনোই দেখা হয়ে ওঠেনি বাংলাদেশি ভক্তদের। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ ক্রিকেট আসরের বদৌলতে তেমন একটা সুযোগ এসেছে। যে সুযোগ করে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ দল দুটি।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে মুখোমুখি হবে আইপিএলের এই দুই দল। দেশের দুই বিশ্বখ্যাত তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের একে-অন্যের বিপক্ষে ক্রিকেটীয় লড়াই দেখার জন্যে এই ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ বাংলাদেশি ভক্তদের। কিন্তু বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে, সাকিব-মুস্তাফিজ দ্বৈরথ আদৌ দেখা যাবে কি না, তেমন আশঙ্কাতেই পড়েছেন টাইগার ভক্তরা। কারণটা কেকেআরের একাদশে ‍সাকিবের জায়গা না পাওয়া।

আসরে এখন অব্দি দুটি ম্যাচ খেলে ফেলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কেকেআর। কিন্তু ওই দুই ম্যাচের একটিতেও একাদশে জায়গা হয়নি সাকিবের। এক ম্যাচে ৪ জনের বেশি বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে না কোনো দল, এটাই আইপিএলের নিয়ম। একঝাঁক তারকাসমৃদ্ধ কেকেআর তাই একাদশ গঠন করতে গিয়ে সাকিবসহ অনেক তারকাকেই বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে। সেই একই কারণে শনিবার হায়দরাবাদের বিপক্ষেও সাকিবকে মাঠে না দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার ও আইপিএলের সবগুলো আসর মিলিয়ে দলটির সেরা উইকেটশিকারি বোলার সুনিল নারিন এই ম্যাচে মাঠে নামার জন্য প্রায় প্রস্তুত। তার যোগ্য সঙ্গী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ব্র্যাড হগকে। ফলে ৪ বিদেশি কোটার দুটিই পূর্ণ করে ফেলছেন এই দুই বোলার। ওদিকে, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং শক্তির ধার বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিগ হিটার আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের কলিন মুনরোকে একাদশে রাখতেই হচ্ছে কেকেআরকে। ফলে ৪ বিদেশির কোটা পূর্ণ হয়ে যাচ্ছে; সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে সাকিবকে। ফলে আগমনেই ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেওয়া মুস্তাফিজের বিপক্ষে বাংলাদেশের আরেক তারকা সাকিব কেমন ব্যাট করেন, তা হয়তো আর দেখার সুযোগ মিলছে না ভক্তদের।

সাকিব যখন এবারের আইপিএলে সাইড বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন, তখন মুস্তাফিজের আইপিএল অভিষেকটা জমকালোই হয়েছে। আসরে এখন অব্দি একটি ম্যাচ খেলেছে তার দল সানরাইজার্স। ওই ম্যাচে দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মুস্তাফিজ ছিলেন অনন্য। রানবন্যায় ভাসা ম্যাচটিতে ৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচ করেন বাংলাদেশের কাটার মাস্টার, সঙ্গে নিয়েছিলেন মূল্যবান ২টি উইকেটও। শনিবার হায়দরাবাদের মাঠে মুস্তাফিজের মাঠে নামাটা তাই নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। কিন্তু অনিশ্চিত থাকছে সাকিবের মাঠে নামার বিষয়টি। ফলে সাকিব-মুস্তাফিজ দ্বৈরথ উপভোগের বিষয়টিও থাকছে অনিশ্চয়তার চাদরে ঢাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি