মূল দলে জায়গা পাবেন কি অলরাউন্ডার নাসির হোসেন?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে‘ফিনিশার’নামে পরিচিত অলরাউন্ডার নাসির হোসেন ক্যারিয়ারের শুরুতে আলো ছড়ালেও ধারাবাহিকতার অভাবে আজ তিনি দলের বাইরে।
২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে নাসিরের। অথচ ঘরোয়া ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্স। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিসহ ৪৮০ রান এসেছিল তার ব্যাট থেকে। চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৬২ রানের দৃঢ়তাভরা ইনিংস খেলে তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফিরতে প্রস্তুত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা পাবেন কিনা জানেন না। নাসির হোসেন অবশ্য এ বিষয়ে ভাবছেন না। চট্টগ্রামে ব্যাটিংয়ে নামার আগে একটুও চাপ অনুভব করেননি।
শনিবার নাসির হোসেন বলেছেন, প্রস্তুতি ম্যাচে নির্বাচকদের নজর কাড়তেই হবে এমন কোনও ভাবনা ছিল না। আমি শুধু ব্যাটিং উপভোগ করেছি। অনেক দিন পর লাল বলে ব্যাট করে খুব ভালো লেগেছে। সেঞ্চুরি পেলে অবশ্য আরও ভালো লাগতো। ’
নাসির জানান, অনেক দিন বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাই ইনিংস বড় করার চেষ্টা করেছি। জাতীয় দলে ফেরা শুধু নয়, টিকে থাকাও অনেক কঠিন এখন। তিনি অবশ্য এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।
নাসির হোসেন বলেন,‘দলে প্রতিযেগিতা থাকলেই বোঝা যায় আমি কোথায় আছি, কোন জায়গায় উন্নতি করতে হবে। আমার বা যার ক্ষেত্রে হোক, এটা সবার জন্যই ভালো। এটা দলের জন্যও স্বাস্থ্যকর। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন