মূসার বিলাসবহুল গাড়ি আটক
শুল্ক ফাঁকি ও ভুয়া কাগজ ব্যবহারের দায়ে ব্যবসায়ী মুসা বিন শমসেরের একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
মঙ্গলবার ধানমন্ডির একটি বাড়ি থেকে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি আটক করে গোয়েন্দারা।
তারা জানায়, গাড়িটি আটকে মুসার গুলশানের বাসায় প্রথমে অভিযান চালানো হয়। পরে সেখানে না পেয়ে বিকেলে ধানমন্ডির একটি বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
গোয়েন্দারা আরো জানায়, মুসা বিন শমসেরকে সকাল ৮টার দিকে গাড়িটি হস্তান্তরের জন্য নোটিশ করা হয়। কিন্তু আগেই টের পেয়ে ধানমন্ডির এক আত্মীয়ের বাসায় গাড়িটি লুকিয়ে রাখেন তিনি। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ৬/এ নম্বর সড়কের ৫১-এ নম্বর বাড়ির লেকব্রিজ অ্যাপার্টমেন্টে গাড়িটির খোঁজ পান।
ভোলার বিআরটিএ অফিস সূত্রে জানায়, গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেয়া হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, মূলত গাড়িটি ভুয়া কাগজে আমদানি করা হয়। যার রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল ভোলা ঘ ১১-০০৩৫ নম্বরে। গাড়িটির নথিপত্র যাচাই করে দেখা গেছে, ২০১১ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের কাস্টমস হাউজের বিল অব অ্যান্ট্রি ১০৪৫৯১১ নম্বরের ১৩০ শতাংশ শুল্ক দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশনে রঙ সাদা বলা হলেও উদ্ধার গাড়ির রঙ কালো। এছাড়া কাস্টমস হাউজের নথি যাচাই করে বিল অব অ্যান্ট্রি ভুয়া হিসেবে পাওয়া গেছে।
তিনি আরো জানান, মুসা বিন শমসের গুলশান ২ এর ১০৪ নম্বর সড়কের ৫এ/বি ৮ নম্বর বাড়ির ঠিকানায় গাড়িটি ব্যবহার করছেন। এ বিষয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এখন শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন