বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যুপথযাত্রী কিশোরের পাশে দাঁড়াতে চান মিস আয়ারল্যান্ড প্রিয়তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মৃত্যুপথযাত্রী অজ্ঞাত কিশোরকে বাঁচাতে সাহায্য করতে চান বাংলাদেশি বংশোদ্ভুত মডেল, বৈমানিক, মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ-২০১৬ এর সেকেন্ড রানার আপ মাকসুদা আক্তার প্রিয়তি।

শনিবার রাত ৯টায় জাগো নিউজে প্রকাশিত ‘মৃত্যুপথযাত্রী ছেলেটির পাশে নেই কোনো আপনজন’ শীর্ষক মর্মস্পর্শী প্রতিবেদনটি পড়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় নিজের ফেসবুক ওয়ালে ওই প্রতিবেদনটি শেয়ার দেন তিনি।

শেয়ার দেয়ার সময় ওই নিউজটির উপরে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কেন এনি ওয়ান প্লিজ হেল্প মি টু গেট এনি ইনফরমেশন এবাউট দিজ বয়!! আই ওয়ান্ট টু হেল্প হিম। প্লিজ প্লিজ প্লিজ।’

নিজ ওয়ালে সাদমান সাকিবকে উদ্দেশ্যে করে ইংরেজি অক্ষরে বাংলায় লেখা অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘তোমার কোনো ফ্রেন্ড দিয়ে কোনো ইনফরমেশন আনতে পারবা? কি অবস্থায় আছে ছেলেটি? কী লাগবে? ইউ প্রভাবলি ফিল দি সিচুয়েশন।’

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ ভুপেন হাজারিকার সেই হৃদয় ছোঁয়া গানটির প্রতিটি লাইনে মনুষ্যত্ববোধ জাগ্রত করার যে প্রয়াস চালানো হয়েছে, তারই যেন ছোঁয়া লেগেছে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসবাসকারী বিশ্ব সুন্দরী প্রিয়তির হৃদয়ে। তার লেখনিতে অজ্ঞাত ওই কিশোরকে বাঁচানোর আকুল অভিপ্রায় ফুটে উঠেছে।

প্রায় দুই সপ্তাহ আগে ১১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর সার্কেল চত্বরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় অজ্ঞাতনামা ওই কিশোর। মাথায় তীব্র আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয় তার। ওইদিন থেকে সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে ওই কিশোর আইসিইউর দুই নম্বর বেডে পড়ে আছে।

মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ-২০১৬ এর সেকেন্ড রানার আপ প্রিয়তির ফেসবুক স্ট্যাটাসে থাকা বিভিন্ন ইন্টারভিউয়ে নতুনদের উদ্দেশ্যে লিখা হয়েছে, ‘আপনি যদি সত্যিকার অর্থেই ভালো মানুষ হন, সেটি আপনার কাজের মাধ্যমেই ফুটে উঠবে। অন্যদের প্রতি মৌলিক যে গুণাবলি যেমন- সততা, সহায়তা, সত্যতা, স্বচ্ছতার মতো মানবিক ব্যাপারগুলোও মানুষের মাঝে থাকা জরুরি।’

তিনি আরও লিখেছেন, ‘যখন আপনার ভেতর এই গুণাগুণগুলো থাকবে, তখনই আপনি আপনার খ্যাতি উপভোগ করুন। কিন্তু তারকাখ্যাতি পাওয়ার জন্য নিজের মানবিক বিষয়গুলোর সঙ্গে সমঝোতা করা ঠিক নয়। যারা তারকাদের কাজে মুগ্ধ, তাদেরও এটি মনে রাখা উচিত যে, মেধা ও খ্যাতি পাওয়ার আগে তারাও সাধারণ মানুষের মতোই ছিলেন। অন্যদের মতো তাদেরও সব মানবিক দিক আছে, পাশাপাশি অন্যান্য দোষগুণও আছে।

সুন্দরী প্রিয়তির অভিপ্রায়ের কথা জানিয়ে ঢামেক হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুর রহমানের কাছে রোববার ওই কিশোরের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো মিরাকল না ঘটলে কিশোরের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। ভেন্টিলেটর মেশিনে রেখে তার চিকিৎসা চলছে। তার মস্তিষ্কে বড় ধরনের ক্ষত হয়েছে। কোনো পরীক্ষার মাধ্যমেই ক্ষতের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, ওই কিশোরের বয়স খুবই কম হওয়ার কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসায় অনেক সময় ব্রেনের ক্ষত ভাল হয়ে বেঁচেও যেতে পারে। তবে এ ধরনের বেঁচে যাওয়া রোগীর সংখ্যা খুবই নগন্য।

ঢামেক আইসিইউতে ওই কিশোরের মতো বহু রোগী আসে জানিয়ে ডা. আবদুর রহমান বলেন, তিনি (প্রিয়তি) সত্যিকার অর্থেই মৃত্যুপথযাত্রীদের প্রাণে বাঁচিয়ে তুলতে সাহায্য করতে চাইলে জাগো নিউজের মাধ্যমে যে কোনো ধরনের সাহায্য আমাদের কাছে পাঠাতে পারেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র