“মৃত্যুর পর আমাদের দু’জনের একসাথে কবর দিও”
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আগে তারা একটি চিরকুট লিখে গেছেন। যাতে লেখা ছিল, ‘মৃত্যুর পর আমাদের দু’জনের কবর যেন একসাথে দেয়া হয়।’
শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেমিক আবদুল মমিন (২২) ও প্রেমিকা শারমিনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবদুল মমিনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তিনি উদয়ন ডেন্টাল কলেজের শিক্ষার্থী ছিলেন। শারমিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার শিতলায়। তিনি রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আওতাধীন নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিন মাস আগে রাজশাহী নগরীর চণ্ডিপুর এলাকার মোশাররফের বাড়ি ভাড়া নেন আবদুল মমিন ও শারমিন। দ্বিতীয় তলায় থাকতেন শারমিন এবং নিচ তলায় থাকতেন আবদুল মমিন। শুক্রবার রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত থেকে তাদের ঘরের দরজা বন্ধ থাকতে দেখা যায়। শনিবার বেলা ১১টায় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মমিনের লাশ এবং মেঝেতে শারমিনের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে সাড়ে ১১টায় পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, তাদের কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল, ‘মৃত্যুর পরে আমাদের দু’জনের কবর যেন একসাথে দেয়া হয়।’ এতে করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন