মৃত ভোটারের ‘সন্ধানে’ চৌকিদারের দ্বারস্থ ইসি
স্মার্টকার্ডের টাকা বাচাতে মৃত ভোটারের নাম কর্তনে ইউনিয়ন পরিষদের চৌকিদার ও গ্রাম পুলিশের শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন ইসি। রোববার ইসির উপ সচিব মোঃ আবদুল অদুদ স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। প্রতি মৃত ভোটারের তথ্য সংগ্রহে চৌকিদারদের ১০ টাকা সম্মানি দেবে ইসি।
ইসির উপ সচিব মোঃ আবদুল অদুদ বলেন, আমরা এবছরের শেষের দিকে ভোটারদের স্মার্টকার্ড বিতরণ শুরু করব। সেক্ষেত্রে চলমান ভোটার তালিকা হালনাগাদে মৃত ভোটারের নাম সঠিক ভাবে কর্তন না করলে মৃত ভোটরদের নামে স্মার্টকার্ড ছাপানো হয়ে যাবে। তাই বিশাল অঙ্কের অর্থ অপরোধে নতুন করে মৃতদের তথ্য সংগ্রহ করছে ইসি।
ঐ চিঠিতে বলা হয়, মৃত ভোটারের নাম বাদ দিতে ইউপি’র চৌকিদার/গ্রাম পুলিশদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। তা বাস্তবায়নের উপজেলা নির্বাচন কর্মকর্তারা ইউনিয়নভিত্তিক মৃত ভোটারের সত্যায়িত কপি ইউপি চেয়ারম্যানের কাছে পাঠাবেন।
“চেয়ারম্যানরা এ তালিকার কপি চৌকিদার/গ্রাম পুলিশের কাছে সরবরাহ করবেন। এরপর সংশ্লিষ্ট ইউনিয়নে যেসব মৃত ভোটার এ তালিকাভূক্ত হয় নি তাদের নাম নির্ধারিত ছকে সাত কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেবেন।”
ইউপি চেয়ারম্যান নামগুলো যাচাই সাপেক্ষে মৃতু রেজিস্টারে রাখার ব্যবস্থা করবে এবং পূর্ণাঙ্গ তালিকার কপি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য,দেশজুড়ে চলমান ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। ছবি তোলা ও ভোটারযোগ্যদের তথ্য নিবন্ধন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান ভোটার তালিকা থেকে কর্তনের জন্য হালনাগাদে ৬ লাখ ৯১ হাজার ৬০৬ জন মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ হয়েছ। বিডি 24লাইভ
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন