মৃত সন্তানের হৃত্পিন্ড দিয়ে আরেক সন্তানকে বাঁচালেন মা
সাত মাস বয়সেই মারা গিয়েছে তাঁর সন্তান। তবে এখনও বেঁচে রয়েছে তার ছোট্ট হৃদ্পিণ্ডটা। আর সেই হৃদয়ের শব্দই আরও এক বার মৃত ছেলের সঙ্গে মিলিয়ে দিল তার মাকে!
পরিচারিকার প্রেমিকের নিগ্রহে মারা যায় হিথার ক্লার্কের সাত মাসের ছেলে। আজীবন সেই শোক নিয়েই বেঁচে থাকতে হবে, জানতেন হিথার। তবে মৃত্যুর কাছে হার মানেননি তিনি। ছেলে লুকাসের অঙ্গ দান করে প্রাণ বাঁচিয়েছেন আরও তিন শিশুর। লুকাসের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছে ১৮ মাসের জর্ডন ড্রেকের শরীরে। এক কথায়, লুকাসের হৃদয় পেেয় পুনর্জন্ম হয় জর্ডনের। সেই হৃদয়ের ডাকেই এ বার দেখা হয়ে গেল আমেরিকার আরিজোনার বাসিন্দা দুই মায়ের। এক জন ছেলের হৃৎপিণ্ড দান করে বাঁচিয়ে রেখেছেন ছেলেকে, আর অন্য জন সেই হৃৎপিণ্ড পেয়ে প্রাণ বাঁচিয়েছেন তাঁর মেয়ের।
সম্প্রতি, জর্ডনের সঙ্গে দেখা করেছেন হিথার। এখন জর্ডনের বয়স ৪ বছর। কানে স্টেথোস্কোপ লাগিয়ে তার শরীরে লুকাসের হৃদ্স্পন্দন শুনেছেন। আর কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে হিথার জড়িয়ে ধরেন জর্ডনের মা এসথার গনজালেসকে। এসথারের চোখেও তখন জল। কাঁদতে কাঁদতে হিথারকে তিনি বললেন, ‘‘এটা কিন্তু লুকাসেরই হৃদ্স্পন্দন।’’
জর্ডনের সঙ্গে দেখা করার কথা ফেসবুকে আগেই লিখেছিলেন হিথার। দেখা হতেই নিজের একটা টেডি হিথারকে উপহার দিয়েছে জর্ডন। তাকে জাপটে ধরে চুমু খেয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি হিথারও।
মৃত্যুর পরেও ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দিয়েছে অঙ্গদানের সিদ্ধান্ত, বললেন হিথার। পুনর্জন্ম হয়েছে দু’ই শিশুর। হৃদয় মিলিয়েছে দুই মাকেও।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন