মেকআপসহ ঘুমালে কী হয়?
রাতের অনুষ্ঠান থেকে বাসায় ফিরে বেশ ক্লান্ত লাগে। তাই মেকআপ নিয়েই ঘুমিয়ে পড়ি। বিশেষজ্ঞদের মতে, মেকআপসহ ঘুমালে ত্বকের লাবণ্য ভাব নষ্ট হয় এবং রুক্ষ হয়ে যায়। এমনকি এই অভ্যাস ত্বকের বলিরেখার জন্যও দায়ী। আর প্রসাধনীর কারণে ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।
ঘুমানোর আগে মেকআপ না তুললে আরো কী কী সমস্যা হয়, তার একটি তালিকা দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে।
• মেকআপসহ ঘুমালে ত্বক কালচে হয়ে যায়। কারণ, সারা রাত রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ প্রসাধনী ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হয়।
• ফাউন্ডেশনের কারণে ত্বক শ্বাস নিতে পারে না। রাতে এ অবস্থায় থাকলে সকালে ত্বক কুচকে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই অবশ্যই মুখের ফাউন্ডেশন তুলে ঘুমাবেন।
• চোখের মেকআপের কারণে অ্যালার্জি হতে পারে। আইলাইনার, মাশকারার কারণে চোখের পাপড়ি পড়ে যায়। আর চোখের চারপাশও কুচকে যায়।
• লিপস্টিকের কারণে ঠোঁট কালচে এবং অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে ঠোঁটের লিপস্টিক মুছে ফেলুন।
• মেকআপের কারণে ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তাই সারা রাত ত্বকে মেকআপ থাকার কারণে ব্রণের সমস্যা দেখা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন