মেকআপে আকর্ষণীয়া ও প্রভাবশালী নারী
মেকআপ কেবল নারীর সৌন্দর্য বৃদ্ধিই নয়, অন্যান্য ঘটনাও ঘটিয়ে দেয়। এক গবেষণায় বলা হয়, যে নারীরা মেকআপ ব্যবহার করেন তাদের অনেক সম্মানীত ও প্রভাবশালী বলে মনে করা হয়।
গবেষণায় বলা হয়, নারী-পুরুষ উভয়ই মেকআপ করতে পারেন। তবে যে নারীরা মেকআপ নিতে অভ্যস্ত, অন্যান্য নারী-পুরুষ তাদের সম্পর্কে বিশেষ ধারণা পোষন করেন। গবেষকদের মতে, মেকআপের কারণে ব্যক্তিত্বে কি ধরনের পরিবর্তন আসলো তা নির্ভর করে বিবেচকের মানসিকতার ওপর।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব স্টার্লিংয়ের বিশেষজ্ঞ ও প্রধান গবেষক ভিক্টোরিয়া মিলেভা জানান, নারী-পুরুষ উভয়ই মনে করেন যে, বিষয়টি যখন আভিজাত্যের, তখন মেকআপ নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে। পুরুষদের কাছে এমন নারীরা সম্মানের মানুষ হয়ে ওঠেন।
বিশেষজ্ঞদের মতে, আভিজাত্য দুইভাবে অর্জিত হতে পারে। প্রথমত, চারপাশের পরিবেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর দ্বিতীয়ত, কৌশলে বা ব্যক্তিত্বের স্ফূরণে অন্যদের প্রভাবিত করা। উভয় কাজে মেকআপ বেশ কাজ করে বলে প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষণায় আরো বলা হয়, নারীদের মেকআপের বিষয়টাকে কিছু নারী আবার নেতিবাচক দৃষ্টিতেও দেখেন।
মিলেভা জানান, আমরা দেখার চেষ্ট করেছি, নারীরা কেন মেকআপ নেওয়া নারীদের নিয়ন্ত্রক ও প্রভাবশালী বলে মনে করেন। এ ক্ষেত্রে নারীদের প্রতিশ্রুতিবদ্ধ এবং আকর্ষণীয় বলে মনে হয়। যেমন- কোনো চাকরির ইন্টারভিউয়ে প্রার্থীদের মধ্যে মেকআপ নেওয়া নারীকে চটপটে ও দক্ষ বলে মনে করবেন প্রশ্নকর্তারা। কারণ সেখানে ওই প্রার্থীকে অনেক বেশি আর্কষণীয়, ব্যক্তিত্বসম্পন্ন এবং সম্মানীত বলে ধরে নেবেন তারা।
পারসেপশন জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন